বিস্তারিতঃরাউটারে এক্সেস
কন্ট্রোল করার সুযোগ
সুবিধাঃ*.কোন ইউজার আপনার
অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট
চালাতে বা অ্যাক্সেস করতে
পারবেন না।*.আপনি যে কোন
ইউজারকে যেকোন সময় অক্ষম/
ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
*.আপনি আপনার রাউটারটি
পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে
পারবেন।*.একজন ইউজারকে আপনি
যেভাবে চান সময় নির্ধারণ করে
নেট দিতে পারবেন।এখন প্রশ্ন হল
কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র

২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার
জন্য।১ম ধাপ-:প্রথমে আপনার রাউটার
এ লগইন করুন। তারপর Access Control এ
গিয়ে Enable Internet Access Control
অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের
ছবির মতএবার যান >Access Control>Host
এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের
ছবির মতএবার Mode এ গিয়ে Ip address
এ ক্লিক করে MAC Address সিলেক্ট
করুন। Host Description এ আপনার পছন্দের
যে কোন একটি নাম দিন এবং MAC
Address গিয়ে আপনার ল্যাপটপ/
ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস
দিন তারপর সেভ করুন।২য় ধাপ-:এখন
কাজ হল রুল তৈরি করা। এজন্য যান
>access Control>Rule এ গিয়ে Add New এ
ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত
দেখতে পাবেন।এবার Rule Name এ যে
কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে
যে নামে host তৈরি করেছিলেন
তা সিলেক্ট করে দিন। এবার সেভ
করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার
আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড
কেও জানলেও কোন সমস্যা নেই।

TipsaLL24.Com আমাদের সাইটে একবার ঘুরে আসুন।

ফেছবুকে আমি

6 thoughts on "আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ"

  1. Nh nazim Author Post Creator says:
    [code]

    [/code]
    [url=http://Tipsall24.Com]TipsaLL24.Com[/url] আমাদের সাইটে একবার ঘুরে আসুন।

    [url=http://fb.com/robinr2]ফেছবুকে আমি[/url]

  2. TipuBoksh Contributor says:
    ami trickbd a post korte pari na kre ?
  3. Nh nazim Author Post Creator says:
    apney tunar na ti post kortay paran na
  4. Tuner Author says:
    আমাকে টিরিকবিডির টিউনার করা হোক।।।
  5. md musa Contributor says:
    রাউটারের পাসওয়ার্ড কিবাবে চেনজ করবো plz বলবেন ভাই ??????

Leave a Reply