হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম।

স্মার্টফোনের এই জগতে আমরা কমবেশী সবাই দামী, কমদামি অনেক ধরণের মোবাইল ফোন ব্যবহার করে থাকি।
তো দামের তারতম্য অনুযায়ী স্মার্টফোনের ভালো খারাপ সার্ভিস নির্ভর করে।

তো যাদের ফোনে র‍্যাম/রোম কম তাদের ইচ্ছা জাগলেও অনেক প্রয়োজনীয় অ্যাপস, গেমস ইনস্টলেশন করে খেলতে পারেন না। তাই আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে গেম ইনস্টলেশন না করে মোবাইলের র‍্যাম খরচ না করেও মোবাইলে গেমস খেলে বিনোদনের মাধ্যমে আপনার সময় কাটাবেন।

গেম ডাউনলোড না করে গেম খেলার জন্য আপনারা প্রথম এই লিঙ্কের ভিতরে চলে যান তারপর আপনার পছন্দমতো গেম সিলেক্ট করে নিন তাছাড়াও নিচের দিকে অনেক ক্যাটাগরি পাবেন আমি স্ক্রিনশট এ দেখিয়ে দিলাম।

গেম সিলেক্ট করার পরে দেখতে পাবেন Play Now অপশন সেখানে চাপ দিলে কিছু সময় লোডিং নেওয়ার পরে গেমটি প্লে হয়ে যাবে নিচের স্ক্রিনশট এর মতো।

তো বন্ধুরা এই কন্টেন্ট টি আপনাদের ভালো লাগলে অপশ্যই লাইক কমেন্ট রাখতে পারেন এবং এরকম আরোও নিত্যনতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

5 thoughts on "মোবাইলে গেম ডাউনলোড না করেও খেলুন যে কোনো ধরণের গেমস"

  1. Somrat Ahmed Contributor says:
    working great bro
    1. M Tazul IslaM Author Post Creator says:
      থ্যাংকস।

Leave a Reply