Site icon Trickbd.com

Android ডিভাইসের Notification ও Recent App প্যানেল Blur করে iPhone মতো করার জন্য দারুন কাজের ছোট্ট একটি Xposed Module

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

➥ অ্যাপের নামঃ Blurred System UI
➥ ক্যাটাগরিঃ Tools
➥ সাইজঃ 135KB+
➥ ডেভলপারঃ Serajr
➥ রিকোয়ারমেন্টসঃ Rooted Android 4.1 & Up

 

✿ তথ্য ও ফিচারঃ
Android ডিভাইসের Notification ও Recent App প্যানেল Blur করে iPhone মতো করার জন্য দারুন কাজের ছোট্ট একটি Xposed Module

✿ ডাউনলোড লিঙ্কঃ

For 4.1 to 4.4  →Download (139 KB )
For 5.0 & Up  →Download (1.1 MB )
✿✿ যেভাবে ব্যবহার করবেনঃ
➤ ধাপঃ-(১): প্রথমে Xposed Installer ও Blurred System UI Install করুন।

★নোটঃ
Xposed Installer আগে থেকে Install করা থাকলে, ধাপ ১ থেকে ৩ পর্যন্তের কাজ করার দরকার নেই।
➤ ধাপঃ-(২): এবার Xposed করে Open করুন। Root Permission চাইলে Grant করুন।
➤ ধাপঃ-(৩): এরপর Xposed Installer এর Framework এ ক্লিক করে Install/Update এ ক্লিক করুন। Pop Up Window এলে OK করুন, Reboot হবে।
➤ ধাপঃ-(৪): এবার আবার Xposed Modules এর ক্লিক করুন এবং Blurred System UI এ টিক দিন।
➤ ধাপঃ-(৫): টিকমার্ক দেবার পরে, আবার Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন Reboot করুন।
➤ ধাপঃ-(৬): এরপর Blurred System UI অ্যাপটি Open করে Panel থেকে Status Bar Expanded ও Recent Application On করে দিন।


➤ ধাপঃ-(৭): এবার Transparent Background থেকে, Header, Quick Settings ও Notification এ টিক দিয়ে ডিভাইস রিবুট করুন। দেখবেন আপনার ডিভাইসের Notification & Recent App Panel Blur হয়ে গিয়েছে।


✶ বিশেষ দ্রষ্টব্যঃ

➥ অ্যাডভান্সড ক্যাটাগরির কোন কাজ করার আগে রমের ব্যাকাপ রেখে নিন।

➥ সকল কাজ নিন দায়িত্বে ব্যবহার করবেন। কোন সমস্যা হলে কিন্তু আমরা দায়ী নই।

➥ আপনার Android Experience কে উন্নত ও মজাদার করাই আমাদের উদ্দেশ্য।

➥ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন Trickbd.Com এর সাথেই থাকুন ।

Exit mobile version