Site icon Trickbd.com

অন্যের ফোনের ওপর নজরদারি রাখতে চান? তাহলে টিউনটি দেখুন।

Unnamed

আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই
আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমি ও
ভালো আছি। আজ আপনাদের সাথে
শেয়ার করবো খুবই কাজের একটি অ্যাপ।
দিন দিন স্মার্ট ফোন আমাদের জীবনের
একটি অংশ হিসেবে রূপ ধারণ করেছে।
তবে এটি যেমন অপকারি তেমনি এর
কিন্তু উপকারি দিক গুলোও রয়েছে।
যেমন ইদানীং একটি অ্যাপ্লিকেশন বের
করা হয়েছে প্রিয়জনদের উপর নজরদারি
করার জন্য। সব চেয়ে বড় গুরুত্ত পূর্ণ
ব্যাপার হচ্ছে অভিভাবকরা নিজের
মেয়েকে নিয়ে বেশি চিন্তা করে ও
বাজে কারো সাথে মিশছে না তো?
এটাই ভাবতে থাকি সারাক্ষন। আপনি
নতুন প্রেম করছেন বা আপনার কারো
সাথে বিয়ের আংটি আদান প্রদান
হয়েছে? এবং আপনি আপনার
ভালোবাসার মানুষটিকে নিয়ে সব সময়
চিন্তিত? তাহলে আপনার এখন থেকে আর
চিন্তা নেই।
এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি

আপনার প্রিয়জনের ফোনের এসএমএস,
কোথায় কোথায় ফোন করলো, ফেসবুকে
কার কার সাথে চাট করলো, ওর ফোনের
কন্টাক্ট এ কার কার নাম্বার
রয়েছে, এমনকি বর্তমানে সে কোথায়
রয়েছে এবং কোথায় যাচ্ছে? এ-সব কিছু
কন্ট্রোল করতে পারবেন।
এক নজরে অ্যাপ্লিকেশনটি একবার
দেখে নিন।

তবে রক্ষা যে এই এক্সেসটি পেতে
আপনাকে আপনার
প্রিয়জনের মোবাইলেও এই
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে।
মানে দুই পক্ষের ফোনেই এই
অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এবং এক
বার ইন্সটল করার পর আটোমেটিক একটি
আইডি তৈরি হবে এবং প্রথম বারের
মতো এক্সেস চাইবে। একবার এক্সেস
দেওয়া হয়ে গেলে আপনার আর কোন
চিন্তা নেই। মানে এখন থেকে ও
আপনার কন্ট্রোল এ চলে আসলো।
তবে অনেকে এই কাজটি আপনার
পার্টনারকে না জানিয়ে লুকিয়ে তার
ফোন ইন্সটল করে এক্সেস করিয়ে নিতে
পারেন, তবে সে এই অ্যাপ্লিকেশনটি
সম্পর্কে না যা জানে? তাহলেই আপনি
এই কাজটি করতে পারবেন। আপনি
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার পর হাইড
করে দিতে পারেন।
আর যারা জানে তারাও বাধ্য হয়েই
আপনাকে তার মোবাইলে এই
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে এক্সেস
দিতে বাধ্য কেননা আপনি তার ভাল
চান। গুগল প্লে স্টোরে অ্যাপটির দাম
$4.32 এবং রেটিং ও ভাল।
অ্যাপটির ডাউনলোড লিঙ্ক –
এখানে ক্লিক করুন।
করুন।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার
অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো
টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো
থাকবেন। ধন্যবাদ সবাইকে।

গরিবের সাইট একবার ঘুরে আসবেন

Exit mobile version