Site icon Trickbd.com

Change করুন Progress Bar

Unnamed

আসসালামু আলাইকুম। Titel দেখেই নিশ্চয় বুঝে গেছেন আজকের পোস্ট সম্পকে।যা হক কথা না বলে কাজে আসা যাক।
Progress Bar হল ইন্সটল বা লোডিং এর সময় যে বার টা দেখায়।
※※※※※※※
যা যা প্রয়োজন
※※※※※※※※※

● Android Rooted Device

● Xposed Installe :- Download

Xposed Installe এর কাজ না জানলে ,
প্রথমে Xposed Installer টি Open করে Framework এ Click করুন।
●এবার একটি Page আসবে। এখন Install/Update এ Click করুন। Root Permission চাইলে Grant করুন।
● একটি Window আসবে। এবার Ok তে Click করে Mobile Reboot করুন।শেষ।

● Smooth System Progress Bar:-Download

※※※※※※※
কাজের ধাপ
※※※※※※※
Smooth System Progress Bar টি Install করুন। open করার দরকার নাই।
এখন আবার Xposed Installer টি Open করে Modules এ Click করুন।
একটি Page আসবে এবং সেখানে Smooth System Progress Bar App টি Show করবে। এবার এই App টির পাশে থাকা খালি ঘরটিতে (✔) দিয়ে Mobile Reboot করুন।

Smooth System Progress Bar টি Open করে নিজের মত Customized করুন।