[Root] [Xposed] Cool Tool – আপনার স্ট্যাটাসবারে দিন Cool Look ! by Riadrox
আপনার স্ট্যাটাস বারের সাথে এমন কিছু করবেন যা আগে কখনো ভাবতেও পারেন নি।
বি:দ্রঃযারা কপি করবেন করেন কিন্তু ডাউনলোড লিংক টা ঠিক রাখবেন।
যা যা প্রয়োজন দেখে নিন-
## রুটেড ফোন। (Phone with Root Permission)
কার্যপদ্ধতিঃ
## প্রথমে Xposed Installer ও CoolTool দুইটাই একসাথে ইনস্টল করুন।
## এরপর Xposed এ গিয়ে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করুন। রুট পারমিশন দিন। রিবুট চাইলে No দিন।
##এবার Xposed এর modulesএ যান আর CoolTool এর পাশে টিক দিয়ে আবার Framework এ যান এবং Soft Reboot দিন।
## রিবুট হলে Cool Tool ওপেন করুন।
## নিচের মত শো প্যানেল এ টিক দিন।
## মোডিফাই করুন আপনার ইচ্ছেমত। কিছু ফিচার দেখে নিন। যেমন গানের ইকুয়েলাইজার স্টাটাসবারেই।
চাইলে আপনি মুভ ও করতে পারবেন,নিজের পছন্দের কালার দিয়ে থিমিং করতে পারবেন। আরও অনেক কিছু।
** CPU Usage
** Cpu Freaquency
** Battery Level
** Network Traffic
** Equalizer
** Time Date
** Wifi Signal
** Memory Used
** Free Momory
** Connection Type
** Sd card Space
** Gps
ধন্যবাদ।
# Credits
Screenshot: Riadrox
Author : Riadrox
Text & File : Riadrox.