Site icon Trickbd.com

[Root][Xposed] এবার মাল্টিউইন্ডো চালান যেকোনো এন্ড্রয়েড সেটে [XMultiWindow] by Riadrox

Unnamed

[Root][Xposed] এবার মাল্টিউইন্ডো চালান যেকোনো এন্ড্রয়েড সেটে [XMultiWindow] by Riadrox

Introduction

এই ফিচারটি সাধারনত Samsung-এর
দামি স্মার্টফোনগুলোতে দেখেছেন। তবে
অনেকেই নাও দেখতে পারেন।

মাল্টি উইন্ডো
ফিচারটি আপনাকে আপনার
স্মার্টডিভাইসের স্ক্রিনকে দুই বা
ক্ষেত্রবিশেষে দুইয়ের বেশি
ভাগে ভাগ করে যার ফলে আপনি
একই সাথে একটি স্ক্রিনেই একের
অধিক Application ব্যবহার করতে
পারেন।

ফিচারটি এক কথায় চমৎকার,
কেননা – মাল্টি উইন্ডো ব্যবহার
করে একই সাথে Multiple
Application ব্যবহার করাটা বার
বার অ্যাপ পাল্টে ব্যবহার করার
চাইতে অনেক সহজ।

এছাড়াও
প্রয়োজনীয় ইমেইল দেখা বা ওয়ার্ড
ফাইলে কাজ করার পাশাপাশি
যদি সোশ্যাল সাইটের

নোটিফিকেশনও ইনস্ট্যান্ট দেখে
নেয়া যায় তবে ক্ষতি কি বলুন?

যাই
হোক, এখনো যারা মাল্টি উইন্ডো
ফিচারের ব্যাপারটি ধরতে
পারেননি তাদের জন্য একটি ছবিই
যুক্ত করে দিলাম। ছবি অনেক
ক্ষেত্রেই বোঝার কাজ খুবই সহজ করে দেয়
বটে!

আপনারা ভাবছেন – আমার ফোনে হয়ই কি না, কে জানে??

আমার ফোনে হইছে, তাই আপনার ফোনেও হবে।
আমি তো খুব খুশি। কারন,

## একপাশে Clash of Clans আর একপাশে মুভি The Antman.

## উপর পাশে ওপেরা মিনি। আর নিচে UC Mini.

আজব!!

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# XMultiWindow (156kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন XMultiWindow ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং XMULTIwindow তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে অর্ধেক কাজ শেষ।

## এবার Xmultiwindow ওপেন করুন। Sidebar Settings এ যান।

SideBar App থেকে আপনার পছন্দের এপ নির্বাচন করুন যেগুলো মাল্টি উইন্ডোতে লাগাতে চান। অবশ্যই একের অধিক সিলেক্ট করবেন।

Back এ আসুন এবং Open side Bar এ ক্লিক করুন।

## এবার হোম এ আসুন। এবং নিচের চিত্রের মত স্লাইড করুন।

## এরপর এরকম আসবে।

## এবার যেকোনো এপে ক্লিক করুন। তারপর Add upside অথবা Add downside দিন।

## এপটি ওপেন হলে আরও একটা এপ ব গেমস একই নিয়মে দিন। তবে আগেরটা উপরে দিলে এখনকারটা নিচে দিবেন।

## কি হয়ে গেলো মাল্টি উন্ডো। এবার সাইডের বার রিমুভ করতে নোটিফিকেশন এ আসা Message এ ক্লিক করুন আর চালাতে থাকুন।

পুরো এক ঘন্টা ধরে পোস্ট লিখলাম তাই কমেন্ট তো মাস্ট করবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox