Site icon Trickbd.com

[Root][Xposed] Screenshot Delay Remover- ফোনে স্ক্রিনশট নিন, বাটন টিপে কোনো দেরি না করে by Riadrox

Unnamed

[Root][Xposed] Screenshot Delay Remover- ফোনে স্ক্রিনশট নিন, বাটন টিপে কোনো দেরি না করে by Riadrox

Introduction

আজকাল প্রায় সব ধরনের এন্ড্রয়েড ফোনেই স্ক্রিনশট নেওয়া যায়।

,
,
,
,
,
,

অনেকে এটা ব্যবহার করে না, আবার কেউ কেউ জানেই না কিভাবে স্ক্রিনশট নিতে হয়।

,
,
,
,
,
,

সাধারনত Volume Down + Power button কয়েক সেকেন্ড চপে ধরে থাকলেই স্ক্রিনশট ওঠে

,
,
,
,

,
,
,
,

এই মডুলের কাজ কি? বুঝতে পারলাম না।

ধরুন আপনি টিউটোরিয়াল বানাচ্ছেন, বা অন্য কোনো কাজের জন্য স্ক্রিনশট নিচ্ছেন।
তখন সবচেয়ে বিরক্তিকর কাজ হল বারবার এই বাটনগুলোকে কষ্ট দেওয়া।

বিশেষ করে, বাটনগুলো তখনই বেশি কষ্ট পায় যখন আপনি চাপ দিয়ে ধরে থাকেন( কিছু সময়ের জন্য) ঐ স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য।

এতে পাওয়ার ও ভলিয়ম বাটনে চাপ পড়ে নষ্ট হবার সম্ভাবনা থাকে।

আর এ মডুল যদি ইউস করেন তাহলে চাপ দিয়ে ধরে থাকতে হবে না। এমনি পাওয়ার+ ভলিউম বাটন এ একবার চাপ দিলেই হবে।

কার্য পদ্ধতি

# Xposed Installer (500kb)

# Screenshot Delay Remover (50Kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Screenshot Delay Remover ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Screenshot Delay Remover তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে কাজ শেষ।

## এবার স্ক্রিনশট দিয়ে দেখুন মজা।

## আবার আগের অবস্থায় যেতে Screenshot Delay Remover – Uninstall করুন।

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox