Site icon Trickbd.com

[Root][Xposed] Smooth & Stylish Progress Bar – এবার আপনার ফোনের প্রোগ্রেসবারগুলোকে নিজের ইচ্ছেমত সাজান ! by Riadrox

Unnamed

[Root][Xposed] Smooth & Stylish Progress Bar – এবার আপনার ফোনের প্রোগ্রেসবারগুলোকে নিজের ইচ্ছেমত সাজান ! by Riadrox

Introduction

অনেকদিন পর আসলাম।

আজ আমি আমার কাস্টম রমেরই একটা Xposed Module শেয়ার করব।এটা শুরু থেকেই অনেক প্রিয় কিন্তু শেয়ার করার কথা মনেই ছিল না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।

,
,
,
,
,
,


কাস্টম প্রগ্রেসবার কি?

তার আগে শুনুন সিস্টেম প্রগ্রেসবার সম্পর্কে।

ধরুন কোনো গেমস ইনস্টল দিচ্ছেন – এখানে ইনস্টল হওয়ার সময় সরলরেখা এনিমেটেড আকারে থাকে যা প্রগ্রেস শো করে। তাই এটা প্রগ্রেসবার।

এইতো এটাঃ

আমারটা অলরেডি কাস্টম দেওয়া। তাই এতো স্টাইলিস লাগছে।

এতো গেলো Horizontal এবার Cicular ও দেখে নিন।

এগুলোর এনিমেশনে আপনি ইচ্ছামত কালার দিতে পারবেন। একাধিক মিক্স করেও দিতে পারেন।

,
,

,
,
,
,
,

,
,
,

,
,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Smooth System Progress Bar Xposed (1.5mb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Smooth System Progress Bar ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Smooth System Progress Bar তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে Smooth System Progress Bar তে ঢুকুন।

## এবার আপনার পছন্দমত স্টাইল সিলেক্ট করুন। এবং কালার এড করুন নিচের ছবি দেখে।


## Tap To add color এ যান এবং একটা কালার দিয়ে সেভ দিন। এবং আবার Tap To add color এ গিয়ে আরেকটা দিন। এভাবে দিতে থাকুন।

## পাশ থেকে স্লাইড মেনুতে যান এবং Circular Mod এ পছন্দনুযায়ী কাস্টম বার সিলেক্ট করুন।

সব রমেই হবে।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox