[Root][Xposed] KitKat Lolipop এর মত 3Dot Menu এখন যেকোনো রুটেড এন্ড্রয়েড ফোনে by Riadrox
Introduction
Xposed Module শেয়ার করাই হয়নি বেশ কদিন ধরে।
## আমি এক্সপোজড মডিউল এ কারনেই শেয়ার করি, যেন আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয়।
## কোনো সমস্যা হলে Module টি আনইন্সটল করলেই সমাধান হয়ে যায়।
$# কিন্তু আমি যদি Directly System writable scripts/ zip file দিতাম তাহলে আপনারা আপনাদের ফোনের বারোটা বেজে ফেলতেন।
## তাছাড়া Xposed এপগুলো আপনার ব্যাটারি বা র্যাম কোনোটিতে প্রভাব ফেলে না। কিছু কিছু বাদে।
,
,
,
,
,
,
3Dot Menu কি?
Menu কি – এইটা জানেন তো?
কি জানেন!! তাহলে হয়েই গেল।
নিচের ছবি দেখলে গাধাও বুঝতে পারবে জিনিসটা কি?!?!?
কিছু বোঝা গেল। আরও কিছু দেব?
যান দিলাম।
এবার কাজ শুরু করে দিন।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
যা যা লাগবে
# 3 dot menu Xposed (157.34kb)
কার্যপদ্ধতি
## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
## এবার Reboot চাইবে। Cancel করুন।
## এখন 3 dot menu Xposed ইনস্টল করুন।
## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং 3 dot menu Xposed তে টিক দিন।
## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
## রিবুট হলে ছবিরর মত লোকেশনগুলোতে ঢুকুন!
সুবিধাঃ
## সফট কি বা ফোনের কোনো বাটন টাচ করতে হবে না।
## অনটাইম অনস্ক্রিন মেনুর কাজ।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/roxtrick