Site icon Trickbd.com

[Root][Xposed] এবার Unwanted এড অফ করুন শক্তিশালী AdsBlocker v1.5 (Stable) এর মাধ্যমে – by Riadrox

Unnamed

[Root][Xposed] এবার Unwanted এড অফ করুন শক্তিশালী AdsBlocker v1.5 (Stable) এর মাধ্যমে – by Riadrox

Introduction

অনেকদিন পর Xposed নিয়ে আসলাম।

আসলে এতদিন কাস্টম রমে ছিলাম, তাই এক্সপোজড এর Experiment ও স্ক্রিনশট গুলো তোলা হয় নি।

আজ স্টক রমে আসলাম, তাই আপলোড দিলাম।

,
,
,
,
,
,


AdsBlocker

## সকল এন্ড্রয়েড ফোনে সাধারণত যে প্রবলেমটা হয়, তা হল এডস এর প্রবলেম।

## নোটিফিকেশন, এপস, ব্রাউজার, গেমস এ খালি এড আর এড।

## আবার অটোমেটিক্যালি গেমস, এপস, 9Apps, Adult Apps ডাউনলোড হচ্ছে।

## এডগুলো সুযোগ করে দিচ্ছে ভাইরাসকে, আপনার এন্ড্রয়েড কে ক্ষতিগ্রস্থ করার মূল কারণ কিন্তু এই এডগুলোই।

## তাই এসকল এড এক নিমিষে বন্ধ করতে Xposed Framework এর মডিউলটি তৈরি হয়েছে।

## এটা শুধু অন করে রাখা, তারপর ডিভাইসটির রিয়েল টাইম এডসগুলোকে বন্ধ করে আপনার ফোনকে সুরক্ষিত রাখবে।

## আপনি চাইলে আপনার ইচ্চামত Add Filter করে এড অন/অফ করতে পারবেন।
,

,
,
,
,
,
,


Screenshot

,
,
,


,
,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Adsblocker (673kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Adsblocker ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Adsblocker তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে Adsblocker এ ঢুকুন।

##

দেখবেন নোটিফিকেশন বারে একটা Icon দেখা যাবে।

তার মানে এডব্লকার অন হয়ে গেছে।

[বিঃদ্রঃ কিছু কিছু ফোনে এটা নাও কাজ করতে পারে।]

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox