Site icon Trickbd.com

[Root][Xposed] Appinfo তে Show হবে Play Store Link বাটন ( না দেখলে মিস ) – by Riadrox

Unnamed

[Root][Xposed] Appinfo তে Show হবে Play Store Link বাটন ( না দেখলে মিস ) – by Riadrox

Introduction

সিম্পল জিনিসগুলো আসলেই ভালো হয়। তাই হয়ত এই এপসটি এত সিম্পল হলেও কাজের।

মাত্র ৬ কেবির এই Xposed Module টি Already ইনস্টলড এপের নিচে প্লেস্টোর এর লিংক বাটন এনে দিবে।

এর মাধ্যমে আপনি ইনস্টল করা এপগুলোর প্লেস্টোর র্যাংকিং, আপডেট সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন।

,
,
,
,
,
,


Playstore Link Button

## আপনি যেন সহজেই বুঝতে পারেন এইজন্য নিচে স্ক্রিনশট দেওয়া হলঃ


পূর্বের অবস্থাঃ

মডিউল ইনস্টল করার পরবর্তী অবস্থাঃ

,
,
,
,
,
,
,

,
,
,

,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Xplosed Play Store link button (6kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Xplosed Play Store link button ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Xplosed Play Store link button তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে যেকোনো এপের Appinfo তে ঢুকুন। আর ম্যাজিক দেখুন।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox