? ? কাজের দাপ→? ? –
এই কাজের জন্য আপনাদের নিচের এপ গুলা লাগবে।
–
১) xposed installer
ডাউনলোড লিংক
–
২) wanam xposed ডাউনলোড লিংক
–
# বিঃদ্রঃ- এই কাজের জন্য মোবাইল রুটেড হতে হবে। যারা কাস্টম রম ব্যাবহার করছেন তারা
এই যদি এই পদ্ধতি অনুসরণ করে তাহলে সফল হবার সম্ভাবনা কম। কারণ এই এপ কাস্টম রমে ঠিক ভাবে কাজ করে না। শুধু মাত্র স্টোক রমেই কাজ করে।
–
–
১) xposed installer ইন্সটল করেন এবং ওপেন করেন।
২) এরপর framework সিলেক্ট করেন।
৩) এরপর install / update দেন।
৪) এরপর rebot করতে বলবে। ok দেন।
৫) মোবাইল অন হলে wanap xposed এপটি ইন্সটল করেন। কিন্তু ওপেন করবেন না।
৬) এরপর xposed installer ওপেন করেন।
৭) এরপর modules সিলেক্ট করেন।
৮) এখন wanap xposed এ টিক দেন।
৯) এরপর মোবাইল আবার রিবুট দেন। মোবাইল অন হলে wanam xposed ওপেন করেন।
১০) এরপর theme এ যান।
১১) এরপর panel background টা সিলেক্ট করেন।
১২) এখন আপনে যদি নোটিফিকেশন প্যানেলের কালার চেইঞ্জ করতে চান তাহলে কালার সিলেক্ট করে রিবুট দেন। আর যদি ছবি লাগাতে চান তাহলে image সিলেক্ট করে ছবি সিলেক্ট করেন।
এরপর মোবাইল রিবুট দেন।
–
# সতর্কতা :- এই কাজ করার আগে অবশ্যই স্টোক রমের ব্যাকআপ রেখে নিবেন। ? ? ? ☑ Raj