Site icon Trickbd.com

[Root] [Xposed] আপনার Android ফোনের System font কে পরিবর্তন করুন খুব সহজে। একেক app এর জন্য ভিন্ন ভিন্ন font & color ব্যাবহার করুন By Shovo

Unnamed

অনেক সময় আমরা Default Font দেখতে
দেখতে Boring হয়ে যাই। তখন আপনি চাইলে,
আপনার মোবাইলের ফন্ট পরিবর্তন করে নিতে
পারেন। এটা খুবই সহজ। অনেকেই জানতে
চেয়েছেন, কিভাবে ফোনের Font পরিবর্তন
করতে হয়, তাই তাদের সুবিধার জন্য এই পোষ্টটি।
.
=============
*যা যা প্রয়োজনঃ
=============
●Rooted Android Device &
●iFont (Donate) V-5.1
Download Now
.
.
===============
>>★কাজের ধাপ★<<
===============
.
●► উপরের লিংক থেকে iFont (Donate)
ডাউনলোড করে Install করুন।
.
●► এরপর ইন্টারনেট কানেকশন চালু করে iFont
অ্যাপটি চালু করুন।
●► Attention নামে একটা উইন্ডো আসলে OK

তে ক্লিক না করে নিচের ফাঁকা জায়গায় টাচ করুন।
তাহলে সেটা চলে যাবে এবং Change Log নামে
উইন্ডো এলে একই কাজ করুন।"
●► তারপর আপনি উইন্ডোতে বিভিন্ন রকমের Font
দেখতে পাবেন। আপনার পছন্দমত Font এর
উপরে ক্লিক করুন।
(তবে আপনার কাছে যদি আপনার পছন্দের ttf
ফরম্যাটের ফন্ট থাকে, তাহলে ইন্টারনেট ছাড়াই
ফন্ট পরিবর্তন করতে পাবেন। সেক্ষেত্র, My
তে ক্লিক করে, My Font এ ক্লিক করুন। তারপর
লাল কালারে লেখা Click Here এ ক্লিক করে,
আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করে, Set এ
ক্লিক করুন।)
●► তাহলে Font Prev নামে উইন্ডো আসবে এবং
নিচের দিকে থাকা Download এ ক্লিক করুন।
●► ডাউনলোড হয়ে গেলে Download এর
জায়গায় Set লেখা দেখতে পাবেন। Set এ ক্লিক
করুন।
●► Set এ ক্লিক করলে "First Use Please See
Help" লেখা আসলে Skip এ ক্লিক করুন।
●► Skip এ ক্লিক করলে Root Permission চাইবে,
Grant বা Allow তে ক্লিক করুন।
●► তাহলে Setting Font নামে একটি নতুন উইন্ডো
দেখতে পাবেন, সেখান থেকে OK তে ক্লিক
করুন।
●► OK তে ক্লিক করলে আপনার ফোনটি রিবুট
হবে। এবং দেখবেন আপনার ফোনের Font
পরিবর্তন হয়ে গেছে।
.
color font দিতে নিচের sst গুলো দেখুন


.
.
=================================

ফোনের Default Font এ ফেরত
যেতে★<<
=================================
●► প্রথমে iFont ওপেন করুন।
●► Attention নামে একটা উইন্ডো আসলে OK
তে ক্লিক না করে নিচের ফাঁকা জায়গায় টাচ করুন।
●► তারপর My এ ক্লিক করুন।
●► এবার Factory Font এ ক্লিক করুন, নতুন
উইন্ডো এলে OK তে ক্লিক করুন।
●► OK তে ক্লিক করলে আপনার ফোনটি রিবুট
হবে। এবং দেখবেন আপনার ফোনের Font
পরিবর্তন হয়ে আগের মত হয়ে গেছে।