Site icon Trickbd.com

[Custom Rom] যাদের ফোনের System Mount Point বের করতে পারেন তারা জেনে নিন কিভাবে আপনার ফোনের Mount Point বের করবেন। by Shovo

Unnamed

আমরা সবাই চাই আমাদের ফোন গুলোতে Custom Rom Install দিতে। কিন্তু প্রায় সময়ই আমাদের ফোনের মডেল অনুযায়ী Custom Rom Goggle খুঁজে পাইনা। যার কারণে আমাদের আর Custom Rom দেওয়া সম্ভব হয় না। সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা রম পোর্ট করি। Rom Port করতে গেলে সবার আগে যে জিনিশ টি জানতে হয় সেটি আপনার ফোনের System Mount Point.

যারা Rom Port করতে এক্সপার্ট তারা জানেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আপনার Rom Port রম বুট করবে না। রম পোর্ট নিয়ে অনেক পোস্ট আছে। তাই আমি সেই দিকে গেলাম না।
তো চলুন শুরু করা যাক
আপনার ফোনের System Mount Point জানতে হলে প্রথমে এই app টি download করতে হবে।
Download
Download শেষ হলে install দিয়ে open করুন। এবার দেখুন বাম পাশে উপরে simple লেখা আছে, সেখানে click করুন। এবার একটু নিচের দিকে আসুন। এখন দেখুন Advance মেনু তে All Partitions নামে একটি option আছে। সেটিতে click করুন।
এবার দেখুন আপনার ফোনের সকল Mount point দেখাচ্ছে। সেখান থেকে নিচের Screenshot এর মত System Mount Point খুঁজে বের করুন। আর এটাই হল আপনার ফোনের System Mount Point. যা আপনার custom rom এর meta.inf file edit করে দিতে হয়।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি