Site icon Trickbd.com

এবার থেকে install হবে আরও সহজে। মাত্র এক Click এApp install করুন(with screenshot)-by Alvi

Unnamed

আসসালামুআলাইকুম, কেমন আছেন
সবাই? নিশ্চয় ভাল, কারণ আপনারা
TrickBD এর সাথে আছেন। আর TrickBD এর
সাথে থাকলে অবশ্যই ভাল থাকবেন।

#বেশি কথা বলব না। আজকে আপনাদের সাথে এমন একটি xposed module শেয়ার করব যার সাহায্যে মাত্র এক Click এ কোনো App install পারবেন। মানে কোনো software এ touch করবেন আর auto install হবে।

#প্রথমে Xposed installer install করুন।

#তারপর এইখানে click করুন module টি download করুন এবং install দিন।

#তারপরে Xposed Installer এ ঢুকে Framework এ Click করুন।


#এখন install/update এ click করুন।

#পরে cancel লিখায় click করুন।

#তারপর Back করুন এবং modules। এ click। করুন।

# autoinstall এর box এ টিক চিহ্ন দিন।

#আবার Back এ যান এবং পুনরায় Framework এ ঢুকে soft reboot দিন। এবার ইচ্ছমত autoinstall দিতে থাকুন।

# আজকে এই পর্যন্তই। এই পোষ্ট
অন্য কোথাও কেউ। করে নি। তাই কপি

করবেন না, করলে Credit দিতে ভুলবেন
না।