Site icon Trickbd.com

[Root] [Xposed] আপনার ফোনের Notification Panel Background & Status Bar এর Icon পরিবর্তন করুন খুব সহজে ★Only For New User★ By Shovo

Unnamed

★★★ First Module ★★★
আপনি কি StatusBar এর আইকন গুলো, Android
Lollipop, Android Kitkat, MiUi, Sense, Xperia, Galaxy ইত্যাদি
ডিভাইসের মতো করতে চান?
তাহলে এই অ্যাপটি আপনার জন্য।
তাছাড়া আপনি Navigation Key গুলোও বিভিন্ন স্টাইলে করতে পারবেন খুব সহজে, এই অ্যাপটির মাধ্যমে।

★★★যা যা লাগবে★★★
1- Rooted Phone
2- Installed Xposed Installer
3- Xstana Apk Download

★★★কাজের ধাপ★★★

1- প্রথমে Xposed Framework/Installer ইনস্টল করুন।
2- তারপর Xposed Framework/Installer Open করুন, Root Permission চাইলে Allow/Grant এ ক্লিক করুন।
3- তারপরFramwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত।
4- Install/ Update হয়ে
গেলে ফোন Reboot করুন।
5- ফোন রিস্টার্ট করার পরে, Xstana

ইনস্টল করুন।
6- এবার আবার Xposed Installer Open করে, Modules ক্লিক করুন এবং Xstana এর ডান
পাশে টিকমার্ক দিন।
7- টিকমার্ক দেবার পরে, আবার
Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন
কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন Reboot করুন।
8- এবার Xstana Open করে পছন্দমতো Ui Select করে রিবুট করুন আর উপভোগ করুন।

আর যদি Navigation Key Enable না থাকে তাহলে Enable করে নিতে হবে।
না হলে Navigation Key Style পরিবর্তন হবে না।
● Navigation Key Add করুন সহজে Gravity Box
দিয়ে খুব সহজে Navigation key সেট করতে পারবেন।
আর জাদের Gravitybox Apk টা নাই তারা এখান থেকে Downlod করে নিন Download
এখান থেকে Xposed instteler Downlod করেন।
ডাউনলোড লিংক Download

★★★ Second Module ★★★

নোটিফিকেশন প্যানেলের ব্যাকগ্রাউন্ড চেন্জ করে যেকোন ছবি লাগাতে আপনার প্রয়োজন হবে xqs background নামের একটিvApp, সেই সাথে মোবাইলটি রুট করা থাকতে হবে এবং আপনার মোবাইলে
xposed installer ইন্সটল করা থাকতে হবে।

তো চলুন শুরু করা যাক
1- প্রথমে xposed installer এপ্লিকেশনটি ওপেন করুন।
2-Xposed installer appটি ওপেন করার পর ডাউনলোড এ যান।

3- এখন xqs লিখে সার্চ করুন। এখন আপনি xqs background নামের একটি app দেখতে পাবেন।
সেটি ডাউনলোড করে ইনস্টল করুন।
4- ইনস্টল করা হয়ে গেলে xposed installer এর hompage এ
ফিরে আসুন। এখন modules এ যান এবং xqs background appটি মার্ক করে দিন এবং ফোনটি reboot করুন।
5- রিবুট করার পর xqs app
টি ওপেন করুন এবং পিক ইমেজ বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবি add করে দিন।

ধন্যবাদ সবাইকে

ফেসবুকে আমি

★যে কোন ধরনের সমস্যায় –
★Join Our Official Facebook Group★
Android Custom Rom & Other Technology Update News