Site icon Trickbd.com

[Root]{এবার যে কোন Android Devise এ Xposed Install করুন,CWM/Twrp Recovery ছাড়াই }{Phone কে রাঙিয়ে তুলুন নিজের মত করে}

Unnamed

আশা করি সবাই ভাল আসেন।
বেশি কথা আজকে বলতে চাইনা।
সরাসরি কাজ শুরু করি:

★★Phone Root না থাকলে Root করে নিন।
trickBD তে অনেক পোস্ট আছে, তার মধ্যে একটার লিংক
★★ প্রথমে xposed installer নিচে থেকে নামিয়ে নিন।আগে থেকে থাকলে install করুন।
Xposed Installer

ওপেন করলে এটা দেখবেন।


নেট অন করুন।
উপর থেকে নিচে একটা টান দিন।

দেখবেন,নিচের মত আসবে।

এটার উপর চাপ দিন।

Install এ চাপ দিন।


দেখবেন,Download হবে এবং download শেষে root permission চাইবে।grant করে দিন।

এবার Install শুরু হবে এবং phone restart/reboot নিবে।
প্রথমে phone on হতে অনেক time নিবে।
চিন্তার কিছু নাই।

হয়ে গেল,,Xposed install

কিভাবে Modules inable করবেন,এ নিয়ে অনেক post হইচে।তাই কষ্ট করে একটু দেখে নিন।

কোথা থেকে modeules download করবেন,সেটা বলি,,,,
★Xposed open করুন।Data অন রাখুন।
Download এ যান।

name লিখে search দিন।পেয়ে যাবেন।


Version এ চাপ দিন।

যদি কোন মডিউল Support না করে,তাহলে Download section থেকে old version download করুন।


কাজ হতে পারে।

তারপরও না হলে,,কিছুই করার নাই,অন্য মডিউল try করুন।
{যদি কোন কারণে Phone Bricked হয়,তাহলে ফোন flash দিন।ঠিক হয়ে যাবে।আগে থেকে Official Flash File download করে রাখুন}
তবে Xposed এর জন্য এমনটা হইনা।Phone এ problem দেখা দিলে Uninstall করে দিন।install করার পর Touch এ বা অন্য কোন কারণে কিছু হলে,,Phone Hand Flash দিন।

এইসব Problem হইনা বললেই চলে।তারপর ও জানিয়ে দিলাম।
modeules on করতে দেখুন
মডিউল অন করতে দেখুন{২}
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেয
FB Te Ami Queenless Kingdom

Exit mobile version