আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো এবার কাজের কথায় আসি। আজ যে ট্রিকটা Share করবো তা হয়তো অনেকেরই জানা থাকতে পারে। তাই কেউ খারাপ কমেন্ট করবেন না। তো শুরু করি।
যা যা লাগবে:
1. Latest Xposed Instller With Framework Installed.
2. Xblast Tool
**দুটোই ট্রিকবিডিতে Android Xposed Framework ক্যাটেগরিতে পাবেন।
Xblast Tool ইন্সটল করে মডিউল একটিভ করে ফেলুন। এবার Reboot করে Xblast Tool ওপেন করুন। তারপর Miscellaneous এ যান।
এবার Master Switch অন করে Enable On The Go এ ঠিক চিহ্ন দিন।
এবার Power Menu তে গিয়ে On The Go তে ক্লিক করুন।
এবার দেখুন আপনার মোবাইল স্বচ্ছ হয়ে গেছে, মানে এর ভেতর Camera ও বাকি কাজ একসাথে চলবে।
All Credit: HR Lubab
Ok, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।