বন্ধরা কেমন আছ সবাই,
আসা করি সবাই ভালোই আছ,
তো আজ আর কথা বাড়াব না,
সরাসরি কাজে চলে যাই,
আপনারা হয়ত টাইটেল দেখেই বুঝেছেন,
আজকের পোষ্টটি আমি কি নিয়ে করব,
অনেক এই আবার টাইটেল দেখে চমকে গেছেন,
কেননা, একটা বাটন দিয়ে কিভাবে ৩ টা বাটন এর কাজ করব।
আপনারা হয়ত অনেক এই কম্পিউটার ব্যাবহার করেছেন, ওই খানে হয়ত দেখছেন, মাউস একবার একটা ক্লিক করলে একধরনের কাজ করে, আবার পর পর ২ বার ক্লিক করলে আরেক ধরনের কাজ করে, আবার চেপে ধরে রাখলে আর এক ধরনের কাজ করে,
ঠিক তেমন এই হবে আমাদের আজ কের কাজ টি তে,
ধরুন,,,,, আমরা ফোনের ব্যাক বাটন দিয়ে এই কাজ টি করব,
তখন কাজ টি হবে ব্যাক বাটন এ একবার ক্লিক করলে
ব্যাক হবে, আবার ২ বার ক্লিক করলে হোম এ চলে আসবেন, আবার একটি বেশি চেপে রাখলে স্ক্রিনশট উঠবে,
এটা কে আপনারা নিজের ইচ্ছে মত দিয়ে পারবেন,
প্রথমেই ২ টা Apps Download করতে হবে
1. Xprosed Installer
2. GravityBox [LP]
তার পর GravityBox ওপেন করুন,
এখন Navigation Keys Action
এ ক্লিক করুন
স্ক্রিনশট দেখুন ↓
এখন Home Key যান
না বুঝলে স্ক্রিনশট এ দেখুন
এখন Long-Press action
and Double-tap action
গুলো চেঞ্জ করুন
না বুঝলে স্ক্রিনশট দেখুন
হুম,,,,, কাজ শেষ এখন ব্যাক বাটন টা ক্লিক করুন
ব্যাক হবে, ২বার ক্লিক করুন Home এ চলে আসবে, এবং চেপে রাখুন স্ক্রিনশট উঠবে,
আর ও নতুন নতুন ট্রিক পেতে
প্রতিদিন আমাদের ওয়েব সাইট
BigoWap.com ভিজিট করুন,
যাদের এম্বি নেই তারা Freebasics দিয়ে আমাদের সাইট টি ভিজিট করুন
freebasics link
https://http-bigowap-com.0.freebasics.com