প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন_
আজকে আমি আপনাদের কে শিখাব যে কিভাবে আপনার স্টাটাসবারে 3G এর যাইগাই যা ইচ্ছা যেমন 4G.5G.6G__এখন আমরা মুল পোস্টে যেতে পারি।
প্রথমে আপনি flat style bar indacator pro.apk টা ডাউনলোড করেনিন নিচ থেকে।
Download Now
আপনার মোবাইলে যদি xposed install করা না থাকে তাহলে xposed installer apk ইন্সটল করে নিন।মোবাইল রুটেড থাকতে হবে অবশ্যই।xposed ইন্সটল করা হয়ে গেলে flat style bar indacator ইন্সটল করে নিন।
তারপর xposed framework ওপেন করে mudules এ গিয়ে flat style bar indacator এ টিক দিয়ে মোবাইল বন্ধ করে চালু করুন।
তারপর Connection text type এ যান।
তারপর নিচে দেখেন add লিখা আছে ওইটাতে ক্লিক করেন।
তারপর From এর মধ্যে দিবেন H আর to এর মধ্যে দিবেন 4G.5G.6G যা মনে চাই।তারপর save এ ক্লিক করবেন।
দেখেন______
এটা কিন্তু সত্যি কারের 4G না।
সবাইকে অনেক ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য।আল্লাহ হাফেজ।