Site icon Trickbd.com

Xpossed কি,কিভাবে কাজ করে এবং ইনস্টল করলে কেন আপনার ফোন ব্রিক করে ;দেখুন বিস্তারিত





আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভাল।কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।আজকের পোস্টের বিষয় হচ্ছে Xposed Installer।তাহলে শুরু করা যাক।


##Xposed Installer কি?

Xposed framework হচ্ছে একটি অ্যাপস, যেটি এন্ড্রয়েড ফোনে সিকিউরিটি পারমিশন কে এডিট করা, ব্যাটারি প্যানেলকে কাস্টমাইজড করা আরও অনেক কিছু Xposed framework থেকে করতে পারবেন। Xposed Framework তে অনেক কিছু module থাকে এটাই আপনি নোটিফিকেশন বার, imei changer এবং xprivacy অ্যাপ ব্যবহার করতে পারবেন।এই ট্রিকটি শুধুমাত্র নতুন ভার্সন Lolipop ব্যবহারকারী দের জন্য।

##Android 5.0 or 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন।


আপনার ডিভাইসটি যদি Xposed Install দেয়ার পর ব্রিক করে তাহলে বুঝে নিতে হবে আপনার sdk বা প্রসেসর মিলে নাই অথবা Xposed এ সমস্যা ছিল। ডিভাইসে কোন প্রসেসর সেটা জানবার জন্য hardware information অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন। এখন অ্যাপ্লিকেশানটি ওপেন করুন আপনি প্রসেসর ট্যাবে আপনার ডিভাইসের প্রসেসর পেয়ে যাবেন।

এখন দেখুন কোন ফাইলটি আপনার ফোনে সাপোর্ট করবে।

Android 5.0 ব্যবহারকারী দের জন্য :

  • xposed-v75-sdk21-arm.zip
  • >(Normal devices)

  • xposed-v75-sdk21-arm64.zip
  • (64-Bit, Next Gen Processors)

  • xposed-v75-sdk21-x86.zip
  • (32-Bit, Intel Based processors)

    Android 5.1 ব্যবহারকারী দের জন্যঃ

  • xposed-v75-sdk22-arm.zip
  • (Most of the devices)

  • xposed-v75-sdk22-arm64.zip
  • (64-Bit, Next Gen Processors)

  • xposed-v75-sdk22-x86.zip (32-Bit, Intel Based Processor)

    এখন দেখা যাক কিভাবে ফোন ব্রিক বা অন্য সমস্যা ছাড়াই Xopsed Install দিবেন।আমি আপনাদের নিচে একটি স্ক্রিনশট দিয়েছি, যদি আপনার Lolipop ফোনে xposed installer ইন্সটল করা থাকে আর ওটার framework কে প্রবলেম সো করে তাহলে নিচে দেওয়া স্টেপ ফলো করুন।

    ★স্টেপ ১: প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে Xposed Installer.apk ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

    XDA Developer পেজ থেকে ZIP ফাইল ডাউনলোড করুন। আপনার হ্যান্ডসেটের জন্য supported ফাইল ডাউনলোড
    করুন।[url=ggg]

    Requirment :
    (1)Rooted Device ✔
    (2)Xposed Installer apk ✔
    (3)Xposed Installer zip ✔

    ★স্টেপ ২ : এখন আপনার কাছে ফাইল এবং এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান দুটোই আছে।

    ★স্টেপ ৩ : এখন আপনার ফোনটি Recovery Mode করুন। অনেক ফোনে Recovery mode যাবার জন্য Volume Up এবং Power বাটন একসাথে প্রেস করে হয়, আবার অনেক ফোনে Volume Down এবং power বাটান একসাথে প্রেস করে রিকভারি হয়। কিন্তু আমি আপনাদের TWRP অ্যাপ থেকে Recovery Mode যাবার জন্য suggestion দেব কারন TWRP recovery অনেক ফাস্ট এবং সোজা।

    ★স্টেপ ৪ : Recovery Mode যাবার পর Install to Apply Update From sDcard অপশন সিলেক্ট করুন।

    বি:দ্র : Recovery mode তে zip ফাইল কে ইন্সটল করার জন্য, zip ফাইল কে sdcard সেভ করুন। কিন্তু কোন folder তে সেভ করবেন না। ফাইল sdcard এ প্রথম পেজে সেভ হতে হবে তবেই recovery mode ফাইল শো হবে।

    ★স্টেপ ৫ : এখন আপনার ফোনের জন্য ডাউনলোড করা Zip ফাইলটি সিলেক্ট করুন আর ইন্সটল করুন।তার পর swipe to install

    ★স্টেপ ৬ : ২০ থেক ২৫ সেকেন্ডের মধ্যে Zip ফাইলটি আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।এখন রবুট দেন।

    ★স্টেপ ৭ : Congratulations, এখন আপনার ফোনে Xposed Framework ইন্সটল হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দের ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন। যেমন Donkey Guard, Xprivacy ইত্যাদি।

    পড়ার জন্য ধন্যবাদ।পোস্ট পুরোপুরি ভাবে সম্পন্ন করতে গুগল থেকে কিছু অংশ নিয়েছি।কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।

    Thanks again