Site icon Trickbd.com

[Xposed] ফোন আনলক না করেই টর্চ লাইট ওন এবং অফ করুন ভলিউম বাটনের সাহায্যে।

Unnamed

আশা করি সকলে ভালই আছেন। আর আমিও ভালই আছি!!!

আপনাদের সাথে আজ একটা মডিউল শেয়ার করব – এর সাহায্যে ফোনের স্ক্রিন লক থাকা অবস্থায় ফ্ল্যাশ লাইট চালু ও বন্ধ করতে পারবেন।

এজন্য আপনার ফোনে অবশ্যই xposed firmware আক্টিভ থাকতে হবে। আর কারোন না থাকলে play store থেকে xposed installer অ্যাপ টি ইন্সটল করে আক্টিভ করে নিন।

এবার এখান থেকে মডিউল টি ডাউনলোড করে ইন্সটল দিন।

Xposed Flash Light

মডিউলটি আক্টিভ করে ফোন রিবুট / রেস্টার্ট দিন। এবার অ্যাপ টাতে প্রবেশ করুন।

উপর থেকে সেটিং আইকন এ ক্লিক করুন।



এখান থেকে শুধু মার্ক করা দুইটি জায়গায় টিক দিয়ে বাকি টিক গুলো তুলে দিন।



এবার ফোন লক করুন। লক অবস্থায় ভলিউম আপ বাটন চেপে রাখুন দেখবেন ফ্ল্যাশ জলছে। বন্ধ করার জন্য ভলিউম ডাউন বাটন প্রেস করে ধরে রাখুন।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

Exit mobile version