আশা করি ভাল আছেন সবাই।
আমার দ্বিতীয় পোষ্ট নিয়ে চলে আসলাম।
ধন্যবাদ আবারও ছোট ভাইকে।সহযোগীতা করার জন্য।
আমার তৃতীয় পোষ্ট কি হবে বোঝে উঠতে পারছি না।কিং রুট বা অন্য রুট হতে সুপার এসইউ করার নিয়ম, নাকি মোবাইলের সিটিং এ ডায়নামিক কালার সেট করার পদ্বতি।
যাক আজকেরটা শুরু করি।
আমার দেওয়া ট্রিক ফলো করলে আপনি যেখানে 3G পেতেন না সেখানেও পাবেন মানে হল এক সাথে দুই ফোন তার টায় 3G পায় আপনারটায় পায় না।যেমন আমার বড় ভাইয়ের HTC ফোনে 3 জি পেত আমাদের রুম এ কিন্তু আমারটায় পেত না। কিন্তু এখন ঠিকই পায় এবং বেশিই পায় এবং 3 জি স্পিড বাড়াতে পারবেন।
আপনার যা যা লাগবে।
1) রুট করা ফোন তবে সুপার এসইউ রুট থাকতে হবে।
2) এক্সপোস মডিউল
3)এক্সব্লাস্ট টুলস।
যারা কিংরুট দিয়ে রুট করেছেন তাদের এই ট্রিক কাজে দিবে কিনা আমি বলতে পারছি না আমারটা কিং রুট থাকা অবস্থায় কাজ হয়নি তাই কিং রুট থেকে সুপার এসইউ করে নিয়েছি।
প্রথমে এক্সব্লাস্ট ডাওনলোড করুন।
এখান থেকে
তার পর এক্সপোস মডিওল এ এপটা টিক দিয়ে একটিব করে নিন।
এভাবে
তার পর এক্সব্লাস্ট ওপেন করে স্কিন সর্ট অবলম্বন করুন।
.
.
.
এর আগে এক ভাই 3G স্পিড হ্যাক নিয়ে পোষ্ট করেছিল। অনেকেই সেখানে বলেছে টিক দিলে টিক হয় না । তার কারন তাদের রুট কিং রুট দিয়ে করা, না হয় রুট এতটা পাওয়ার ফুল না।
Android এর যেকোনো টিপস এর জন্য আমার ফেসবুক পেজ..
Android Root And Tricks
ভাল থাকবেন। আর আপনার সামর্থ্যানুযায়ী মানুষকে সহযোগীতা করে পাশে থাকার চেষ্টা করবেন।