আসসালামুয়ালাইকুম ,
আসা করছি সবাই ভালো আছেন ।। আজ অনেকদিন পর আবার trickbd তে পোস্ট করতেছি।
আজকের পোস্টটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা xposed installer যেকোন Android version নে।।এর আগেও আমি এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম। এর পর yasin ও এই বিষয় নি পোস্ট করেছে।কিন্তু আগের way গুলো অনেক কঠিন ছিলো। দিন যাওয়ার সাথে সাথেই সব কিছুর নতুন update অাসে।। xposed installer এর ও নতুন update এসেছে। আর এই update এ xposed installer active করা খুব ই সহজ।।সেক্ষেত্রে অাপনার Android version যেটাই হোক না কেন।
No need to check for Android version 6.0/5.1/5.0/4.4.2
No need to check for sdk21, sdk22, sdk23
No need to check for arm, arm64, x86
Everything is easy and in a simple way, thanks to the developers.
Now you don’t need any zip file to flash it in your cuatom recovery.
তাহোলে চলুন শুরু করা যাক
প্রথমে নিচের link থেকে xposed installer নামিয়ে নিন।
xposed installer lastest update
এখন install করুন। install দিয়ে ওপেন করলে নিচের মত আসবে।। নিচে দেখবেন। এখানে অটোমেটিক আপনার phone এর জন্য যেই file টা দরকরার ডাউনলোড করে নিবে
এখন আপনাকে install click করতে হবে। install এ click করলে 5 থেকে 6 mb এর একটা ফাইল ডাউনলোড হবে।। এখন আপনাকে রুট পারমিসন দিতে বলবে।তার পর ফাইলটি iinstall হবে।
এখন মোবাইল রিবুট দিন। xposed installer active হয়ে যাবে
আসা করি পোস্টটা সবার কাজে আসবে।।এর পর যদি কেই না বুঝেন ভিডিওটি দেখে নিয়েন
How to Install Xposed Framework any Android version (4.0/6.0/5.1/5.0/7.0) LATEST & EASIEST METHOD
সবাই ভল থাকবেন। TrickBD এর সাথেই থাকবেন।পোস্ট গুলোকে আপনার friends & social media তে সেয়ার করুন। যাতে আর একজন জানার সুযগ পায়
If you nedd any help
আমার youtube chanel এ ঘুরে আসবেন