আসসালামু আলাইকুম।
এটা আমার প্রথম পোস্ট।
আজ আমি আপনাদের সাথে এমন একটি মডিউল শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের ফোনের বাটনগুলোকে (Home,Back,Recent,Volume up/down,power etc) নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারবেন।।। এ জন্য আপনার ফোনে অবশ্যই Xposed একটিভ থাকতে হবে।
সর্বপ্রথম নিচের লিংক থেকে App টি নামিয়ে নিন।
লিংক
তারপর মডিউল টি Active করুন।
তারপর ওপেন করুন।।
তারপর Buttons এ Click করুন।
তারপর Add New Key তে ক্লিক করুন।।
তারপর আপনি যেই বাটনকে Direction দিতে চান সেই বাটনে ক্লিক করুন এমনকি হোম বাটনেও ক্লিক করতে পারবেন।
তারপর Add New Condition এ ক্লিক করুন।
এরপর আপনি কাজটি স্ক্রিন অন অবস্থায় করতে চান তাহলে Screen On এ ক্লিক করুন।।
তারপর আপনি যদি কাজটি Single Press এর মাধ্যমে করতে চান তাহলে Click লেখায় ক্লিক করুন। আর long press এর মাধ্যমে করতে চান তাহলে Long Press এ ক্লিক করুন।।(অবশ্যই পাশে টিক দিয়ে নিবেন।)
তারপর কি কি Direction দিতে পারবেন তার একটা লিস্ট আসবে। সেখান থেকে নিজের ইচ্ছামত Select করুন।
ব্যস আপনার কাজ শেষ। এর পর যদি নতুন কোনো বাটন ব্যবহার করতে চান একইভাবে করুন।।।
আর এই মডিউল টি ব্যবহার করা সহজ।। এর আরো কাজ আছে। ব্যবহার করলে নিজেই পারবেন।।