Site icon Trickbd.com

[Root] [Xposed] – Xtheme Engine ব্যাবহার করে আপনার ফোনের থিমস চেঞ্জ করুন।

Unnamed

★আমারা অনেকেই Xposed Framework
সম্পর্কে জানি আবার অনেকে ইউজ ও
করি আজকে আমি Xposed Framework এর
কাস্টম ফ্রেমওয়ার্ক XTheme Engine
সম্পর্কে বিস্তারিত বলবো।
★যেসব রিব্রান্ডেড ডিভাইস এর জন্য
কাস্টম রম পাওয়া যায় না সেইসব
ডিভাইসের জন্য Xposed Framework খুব
কাজের জিনিস। এটি মুলত একটি কাস্টম
ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আপনি আপনার
ডিভাইস কাস্টমাইজেশন করতে পারবেন।
শুধুমাত্র কিছু কাস্টম ফ্রেমওয়ার্ক
Modules ইন্সটল করা লাগে। সেরকম
একটি মডিউল হলো XTheme
Engine…..ফোনের থিম চেঞ্জ করতে খুব
কাজের একটি মডিউল।
★Xposed Framework Download –
Download Now
★আসুন জেনে নেয়া যাক
কিভাবে XTheme Engine দিয়ে থিম
চেঞ্জ করবেন—–
বিঃদ্রঃ- ডিভাইস রুটেড হতে হবে।
কোনপ্রকার ক্ষতির জন্য
আমি দায়ী থাকবো না। সম্পুর্ণ নিজের

চেষ্টা আর নিজ দায়িত্বে করবেন।
★কার্যধারা-
১.উপরের লিংক থেকে Xposed Installer
ডাউনলোড করে ইন্সটল করেন।
২.এরপর Xposed Installer app টা অপেন
করেন।
৩.Framework অপশনে গিয়ে Install
Update এ ক্লিক করেন Root Permission
চাইলে Allow করেন। ইন্সটল
হয়ে গেলে ফোন রিবুট করেন।

৪.ফোন রিবুট হওয়ার পর আবার Xposed
Installer অপেন করে Download অপশন
থেকে Xtheme Engine ডাউনলোড
করে ইন্সটল করে নিন।
★অথবা XTheme engine link –
Download Now
৫.Xtheme Engine ইন্সটল করার পর
Module অপশন থেকে Xtheme Engine এ
টিক দিয়ে এনাবেল জরে দিন। এই কাজ
করার পর একবার ডিভাইস রিবুট
করে নিন।

★এই হলো Xtheme Engine MODULE
Active করার প্রসেস।
★এখন চলুন Xtheme কোথায় পাবেন আর
কিভাবে ডাউনলোড করবেন
সেটা জেনে নেয়া যাক।
★Xtheme ডাউনলোড – Xtheme
★Xtheme Apply করার প্রসেস—

১.লিংক থেকে Xtheme Download
করে নিয়ে ইন্সটল করেন।Download Now

২.এরপর আপনার ডিভাইসের app Drawer
থেকে Xtheme Engine অপেন করেন।
৩.আপনার ইন্সটল করা থিম সিলেক্ট
করেন।
৪.Apply Theme এ ক্লিক করেন।
৫.প্রসেস কমপ্লিট করার পর ডিভাইস রিবুট
দিন।

★রিবুট হওয়ার পর আপনার ফোনে থিম
এক্টিভ হয়ে যাবে।
★এইভাবে আপনি কাস্টম রম
ছাড়া আপনার ডিভাইসের থিম পরিবর্তন
করে ফোন কাস্টমাইজড করতে পারবেন।…