Site icon Trickbd.com

[Root] [Exposed Framework] Ultimate Dynamic navbar মাত্র ৬৩৩ Kb এর অ্যাপের সাহায্যে ফোনে যুক্ত করুন Auto Show/Hide Navigation Bar এবং আরও অনেক কিছু আর রক্ষা করুন পাওয়ার ও ভলিউম বাটন

Unnamed

আল্লাহু আকবার


আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আজ যে অ্যাপটা সম্পর্কে বলতে যাচ্ছি এটা অনেক কাজের একটা অ্যাপ কারণ এই অ্যাপের সাহায্যে আপনি ফোনের পাওয়ার ও ভলিউম বাটনকে রক্ষা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
একনজরে ফিচারসমূহঃ
★কনফিগারেশন বাটন সুবিধা যার ফলে আপনি নেভিগেশন বার আইকনগুলো কাস্টমাইজড করতে পারবেন যেমন- নতুন আইকন যোগ করা, আইকন পরিবর্তন করা আরও অনেক কিছু।
★আইকনের থিম পরিবর্তন করতে পারবেন যেমন- Nexus, Motorola, HTC, Samsung, Xperia ফোনের আইকন দিতে পারবেন।
★আইকনে গ্লো এফেক্ট সুবিধা যোগ করতে পারবেন।
★গ্লো এফেক্ট অ্যানিমেশন যোগ করতে পারবেন।
★নেভিগেশনবার আইকনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন।
★ নেভিগেশনবার আইকনের কালার পরিবর্তন করতে পারবেন।
★গ্লো এফেক্টের গ্লো কালার পরিবর্তন করতে পারবেন।
★Auto show/hide এর সময় কম-বেশি করতে পারবেনন।
★অ্যাপটি খুব কম Ram ব্যবহার করে (আমার ফোনে মাত্র ৭ Mb) ফলে ব্যাটারি ড্রেইন কম হয়।
★অ্যাপটি এন্ড্রোইড ভার্সন 4.0+ এ চলবে।

ডাউনলোড করুন নিচের লিংক থেকে
Ultimate Dynamic Navbar
ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন। এখন ওপেন করবেন না। Exposed framework ওপেন করে Modules এ যান। তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন।


এবার Ultimate Dynamic Navbar ওপেন করুন। নিচের স্ক্রিনশট ফলো করুন




এখন দেখুন নেভিগেশনবারের back বাটনে Long press করলে Power menu আসবে। Home/minimize বাটনে Long press করলে স্ক্রিনশট হবে আর Recent বাটনে Long press করলে ভলিউম অপশন আসবে। এভাবে আপনার power ও volume বাটন রক্ষা পাবে। এছাড়াও আপনি আপনার পছন্দমত অন্য অপশন যোগ করতে পারবেন।
এবার ব্যাকে এসে Themes and Behavior এ যান এবং নিচের স্ক্রিনশটের মত করুন বা আপনার পছন্দমত করুন।

কাজ শেষ। এবার মজা নিন Ultimate Dynamic Navbar এর।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহ্‌র ওয়াস্তে মাফ করে দেবেন।

আল্লাহ হাফেজ