Hi বন্ধুরা!
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Xposed installer যা কিনা সব ফোনে এবং সব android operating system এ ব্যবহার করা যাবে!
সাথে পাচ্ছেন material themed ui!
তার আগে জানতে হবে এইটার কাজ কি?
xposed:এটা এমন একটা module যা আপনার সিস্টেম এর সাথে কানেকশন ব্রিজ তৈরি করে
systemless xposed: এই মেথড এ আপনার /system partition modify করা হয় না। আর এই মেথড android 5.0+ এর জন্য বিশেষ উপযোগী।
বি.দ্রঃঅবশ্যই ROOT লাগবে।সব কাজ নিজের দায়িত্বে করবেন। আপনার ডিভাইস ব্রিক হলে আমি দায়ি নই!
তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক:-
১।প্রথমে নিচের link থেকে app টি নামিয়ে নিন
Xposed material & systemless link
২।তারপরে app টি ইন্সটল দিন।
৩। ইন্টারনেট কানেকশন অন করুন ইন্টারনেট অন না করলে xposed ইন্সটল করার অপশন আসবে না।
৪।তারপরে দেখবেন পাশাপাশি অনেকগুলো অপশন যেমন=system,systemless,samsung…….etc……আরো অনেক।
৫।আপনার system এ কোন zip টা সাপোর্ট করবে তা automatically select হয়ে যাবে শুধু install দিন।
৬।install এ ক্লিক করলে zip টা download করতে চাইবে, download করতে দিন।
৭। download হয়ে গেলে ফ্ল্যাশ দিন।
৮। যারা systemless use করতে চান, তারা systemless zip select করুন।
ভালো থাকুন সুস্থ থাকুন। TrickBD এর সাথেই থাকুন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।