Site icon Trickbd.com

[Update]যারা ফোনে বিকাশের (bKash) অফিসিয়াল এপ ব্যবহার করতে পারছেন না তাদের জন্য [ROOT]

যারা ফোনে বিকাশের (bKash ) অফিসিয়াল এপ ইউজ করতে পারছেন না তাদের জন্য এই শর্টকাট ট্রিক্স।

এই ট্রিক্স ব্যবহার করে আশা করা যায় সবাই (bKash ) এপ ব্যবহার করতে পারবেন 🙂

রুট করা ফোন গুলোতে বিকাশ এপটি ইন্সটল করে ওপেন করলে নিচের মত দেখতে পারবেন ;

রুট করা ফোনে বিকাশ এপ সমর্থিত নয় । আমার নিজের ই এই সমস্যটা হয়েছিল , তো এখন এই বিকাশ এপের জন্য তো আর ফোন আনরুট করতে পারি না 😀

তো চলুন দেখে নেই কিভাবে আনরুট করা ছাড়াই আপনার ফোনে বিকাশ এপটি চালাতে পারবেন . . . 

১. Root

২. Xposed Installer

 

৩. RootCloak 

প্রথমে উপরের লিংক থেকে সবগুলো ডাউনলোড করুন।

তারপর Xposed ইন্সটল করা থাকলে শুধুমাত্র RootCloak এপটি ইন্সটল করুন।

এবং Xposed এর মডিউল হিসেবে মার্ক করে ফোন রিস্টার্ট করুন।

এখন দেখে নিন কিভাবে RootCloak টি ব্যবহার করবেন ,

১ম এ এপটি ওপের করুন, তারপর নিচের মত দেখাবে সেখান থেকে Add/Remove Apps এ ক্লিক করুন ,

এবার যে এপটির রুট হাইড করতে চান সেটি নির্বাচন করুন। এক্ষেত্রে উপরের ডান কর্নারের + বাটনে ক্লিক করতে হবে।

তাহলে সব ইন্সটল করা এপ আসবে। ওখান থেকে এড করতে পারবেন। অনেকসময় প্যাকেজ নেম আসতে পারে,সেক্ষেত্রে প্যাকেজ নেম বের করতে হবে।

আমরা যেহেতু বিকাশ এর রুট হাইড করব সেক্ষেত্রে সেখান থেকে

bKash (com.bKash.customerapp) এ ক্লিক করে এড করে দিব  ।

 

আর যদি না থাকে তাহলে চিন্তার কিছু নেই , নিচের পদ্ধতি অবলম্বন করুন …

এবার Add/Remove Apps এ ক্লিক করার পর ঐ + এর পরে দেখুন ৩টা ডট আছে , ওখানে ক্লিক করুন ;

তারপর ৩টা অপশন দেখতে পাবেন , সেখান থেকে Add Custom App এ ক্লিক করুন;

এবং সেখানে com.bKash.customerapp লিখে ওকে দিন ।

এবার RootCloak থেকে বেরিয়ে আসুন এবং ফোনের সেটিংস > এপস > bKash এ যেয়ে Data Clear + Force Stop করে দিন ।

সব কাজ শেষ , এবার বিকাশ এপ্স ওপেন করে দেখুন কাজ করবে , এই নিয়মে শুধু বিকাশ এপ্স নয় যে সব এপ্স ওপেন করলেই রুট ডিটেক্ট করে , সেই সব এপ্স ই উপরোক্ত নিয়মে চালাতে পারবেন ।

এটা করার আরো কয়েকটি নিয়ম আছে  সেগুলো দিলাম না , কারণ এটাই সবচেয়ে সহজ নিয়ম ।

কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে যানাবেন । 🙂

ধন্যবাদ, সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য, আমাদের সাথেই থাকুন 🙂

[সহযোগিতায়ঃ সাপোর্ট টিম ]  🙂