Introduction
## Xposed Module শেয়ার করাই হয়না অনেকদিন ধরে। শেষ মডিউল শেয়ার করেছিলাম ২ বছর আগে। আমি নিজে ইউস করি অথচ শেয়ার করার মনে থাকে না।
## আমি এক্সপোজড মডিউল এ কারনেই শেয়ার করি, যেন আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয়। এটা একদম সুরক্ষিত।
## কোনো সমস্যা হলে Module টি আনইন্সটল করলেই সমাধান হয়ে যায়।
## কিন্তু আমি যদি Directly System writable scripts/ Flashable zip file দিতাম তাহলে আপনারা আপনাদের ফোনের বারোটা বাজিয়ে ফেলতেন।
## তাছাড়া Xposed এপগুলো আপনার ব্যাটারি বা র্যাম কোনোটিতে প্রভাব ফেলে না। কিছু কিছু বাদে।
,
,
,
,
,
,
এই মডিউলটির কাজ কি?
## আমরা অনেকেই (প্রায় সবাই) Facebook Lite ব্যবহার করি। Facebook Lite এ শেয়ার করা বিভিন্ন এক্সটারনাল লিংকে প্রবেশ করতে হয়।
## এজন্য এসব লিংকে ক্লিক করলে ফেসবুকের নিজস্ব ব্রাউজারে সেগুলো ওপেন হয়।
## এটা আমার জন্য অন্তত খুবই বিরক্তিকর। আমি ওপেরা দিয়ে লিংকটিতে ঢুকতে চাইলে কপি লিংক অথবা Open With দিয়ে ঢুকতে হয়।
## অনেকে আবার about:blank সমস্যায় ভোগেন।
## তবে আর নয়, এখন থেকে যেকোনো লিংকে ক্লিক করলে আপনার পছন্দের ব্রাউজারেই সেগুলো ওপেন হবে। ???
দেখুনঃ
এবার কাজ শুরু করে দিন।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
যা যা লাগবে
# Xposed Installer (500kb) ∥ For Lolipop+ Use Xposed Installer (2.96mb)
কার্যপদ্ধতি: JB+KK
## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
## এবার Reboot চাইবে। Cancel করুন।
## এখন External Link FBLite (22kb) ইনস্টল করুন।
## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং External Link FBLite (22kb) তে টিক দিন।
## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
## রিবুট হলে ছবিরর মত লোকেশনগুলোতে ঢুকুন!
কার্যপদ্ধতি: LP+
## Xposed Open করুন। নেট অন করুন।
## নির্দিষ্ট Framework আসলে ডাউনলোড করে Install এ ক্লিক করুন। ইনস্টল হয়ে অটো রিবুট হবে।
## প্রথম রিবুটে ফোন অন হতে ৫মিনিট সময় লাগতে পারে।
## এবার External Link FBLite (22kb) ইনস্টল করুন।
## নোটিফিকেশন থেকে Activate & Reboot দিন।
############################################
ধন্যবাদ।
??❤????⏰???⚽?⚾????✈??????????????????
## by Riadrox
যোগাযোগঃ
ই-মেইলঃ riadrox@gmail.com
Facebook:Riadrox