Site icon Trickbd.com

এবার আপানার ফোনে Install করুন Xposed Framework কোনো Risk ছাড়াই। বিস্তারিত পোস্টে

আবারো আপনাদের স্বাগতম। আশা আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজ। আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপানার ফোনে Xposed Framwork install করবেন।
——
তো ইন্সটল করার আগে আপনাদের জানতে হবে যে

Xposed Framework কী??

———
Xposed Framwork হলো এমন একটা টুল যা আপনার ফোনের সাথে আপনার আপ্পস এর সেতু তৈরী করে। যার মাধ্যমে আপনি কোনো Custom Rom Install করা ছাড়াই আপনি এর সুবিধা ভোগ করতে পারবেন। এটি ব্যবহার করে আপনি যেকোনো ধরনের Module set করতে পারবেন। মডিউল হলো Framwork এর বিশেষ অ্যাপ যার সাহায্য আপনি আপানার ফোনের সকল সুবিধা ভোগ করতে পারবেন। Xposed Framwork install করার জন্য আপনার ফোন মেমরিতে ৫০০এমবি যায়গা ফাকা থাকতে হবে তা না হলে আপনি এটা ইন্সটল করতে পারবেন না। এর অনেক সুবিধা আছে কিন্তু অসুবিধাও আছে। ——
——-
অসুবিধা……….
১.এইটা ইন্সটল করতে গিয়ে আপনার ফোনটি বুটলুপ বা ব্রিক হয়ে যেতে পারে।
—_–
সুবিধা———……….
১.যেকোনো ধরনের অ্যাপ modules use করা।
২.ফোনকে ইচ্ছেমতো Customization করা।
৩.Nav bar ও Status bar easily change করা।—-
——

Requiremrnts
1.Rooted Android phone
2.Xposed installer
Download
3.cool and educated mind.
4.Data Conection Needed(must be)
———-

যেভাবে ইন্সটল করবেন????

১.উপরের লিংক হতে অ্যাপ টা ডাউনলোড করে ইন্সটল করুন।

২. Done করুন।

৩.অ্যাপ টাতে ঢুকুন।

৪.এটা অন করে ওকে করে দিন।

৫.এবার Version 89 e ক্লিক করুন।

৬.এবার ইন্সটল এ ক্লিক করুন।


৭.দেখুন ইন্সটল হচ্ছে।

ইন্সটল হয়ে হয়ে গেলে ফোনটা রিবুট করুন। এবার দেখুন আমার Xposed framwork activated হয়ে গেছে।

আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন

আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট

আমাদের সাইটে Akash অথর আমাদের সাইটে টিউন প্রথম প্রকাশ করেন

তো আজ এই পযন্ত ই। সবাই ভালো থাকবেন। আর TrickBD এর সাথেই থাকবেন। পোস্টই ভালো লাগলে লাইক দিন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

Exit mobile version