যেমন:
☞ডিফল্ট ব্যাটারির চার্জ ইন্ডিকেটরটি চেঞ্জ করে অনেকগুলো স্টাইলিশ ব্যাটারি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন।
☞সিম কার্ড এর নেটওয়ার্ক ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।
☞ওয়াই-ফাই রেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।
☞সাইলেন্ট,সাউন্ড ও ভাইব্রেট মোড এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।
☞ব্লুটুথ এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।
☞নেটওয়ার্ক স্পিড মিটার ইন্ডিকেটর শো করাতে পারবেন।
☞ডিফল্ট সময় দেখার ইন্ডিকেটরটিও চেঞ্জ করতে পারবেন।
☞স্ক্রিনশট এর ইন্ডিকেটরটি চেঞ্জ করতে পারবেন।
এছাড়াও ভিপিএন, লোকেশন, ডাউনলোডসহ সব ধরনের স্ট্যাটাস বার ইন্ডিকেটর পরিবর্তন করে ফোনকে এক্সট্রা প্রিমিয়াম লুক দিতে পারবেন।
নিচে কয়েকটি স্ক্রিনশট এ অ্যাপটির ইন্টারফেস দেখে নিন :
ডাউনলোড লিংক ( Flat Style Bar Indicator): Download Flat Style Bar Indicators 5.1.3 latest
বি:দ্র: অ্যাপটি ব্যবহার করা জন্য অবশ্যই আপনার ফোনটিতে Xposed Firmware ইনস্টল থাকতে হবে এবং রুট না থাকলেও চলবে।
3 thoughts on "[Xposed] Status Bar এর সকল ডিফল্ট আইকন চেঞ্জ করুন শুধুমাত্র একটা অ্যাপ এর সাহায্যে [রয়েছে অনেক স্টাইলিশ আইকন]"