দরকারের সময় যদি খুব কাছের বস্তুটি ইচ্ছা করে লুকিয়ে থাকে তবে কেমনটা লাগে? মেজাজ তো পুরাই হট হয়ে যায়। হুম আমি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কথাই বলছি।
অনেকেই আছেন যারা আমার মতো রিংটোন পছন্দ করেন না আর সবসময় ফোনটি ভাইব্রেসনে দিয়ে রাখেন। যদিও এজন্য আমার বাবা-মা সহ সবার কাছেই বকা সুনতে হয়। কিন্তু কি আর করার স্যার মানুষ না অভ্যাস হয়ে গেছে।
তো এখন কাজের কথায় আসা যাক, বর্তমানে চাইলেই আপনি খুব সহজেই ঘড়ের কোনায় লুকিয়ে থাকা ফোনটি খুঁজে বের করতে পারবেন। আর কাজটি করতে কোন রকমের ইন্টারনেট বা ব্লুটুথ কানেকশনের দরকার হবে না।
প্রথমে এই মজাদার অ্যাপটি ডাওনলোড করুন।
Name: Clap to Find_2.2.apk
বিঃ দ্রঃ ডাওনলোড লিংকে প্রবেশ করে Create download link এ ক্লিক করে ফাইল টা ডাওনলোড দিবেন।
অ্যাপসটি কিভাবে কাজ করে?
খুবই সহজ, অ্যাপস ইন্সটল করে সেটিং ঠিক করে নিন। আর যখন আপনার ফোনটি কোথাও লুকিয়ে থাকবে তখন জাস্ট আপনার ফোন কে উদ্দেশ্য করে ৩ বার তালি দিবেন, দেখবেন তারপর আপনার ফোনে জোরসে চিৎকার করে আপনাকে ডাকা শুরু করবে। আর আপনি খুব সহজেই সেটিকে খুঁজে পাবেন।
অ্যাপসটির অনেক রকম সেটিং আছে যেমন, ইচ্ছা মতো রিংটোন দেয়া, শর্টকাট উইডজেট, ফ্ল্যাশ মুড সহ আরও অনেক কিছু। যেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস টি ডাউনলোড করতে হবে।
আজকে আপনার ফোনটি কোথায় লুকিয়ে ছিল আর কিভাবে খুঁজে পেলেন সেটা আমাদের জানাবেন টিউমেন্ট বক্সে।
আর ফোন তো সবসময় বালিশের নিচে থাকে মাগার আমি সারা ঘড় খুঁজে বেরাই