Site icon Trickbd.com

দেশ বিদেশের যেকোনো মোবাইল নাম্বারে ফ্রী কল/ম্যাসেজ করুন না টাকা কাটবে না এমবি কাটবে। নতুন APP

আসালামু আলাইকুম,

কেমন আছেন আমার বড় বড় বন্ধুরা?আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও ভালোই আছি।

আমরা বাঙালি সব সময় ফ্রী জিনিস ব্যবহার করতে ভালোবাসি।GP,BL,Tel ইত্যাদি আর ব্যবহার করব না কারণ এগুলোই কথা বলতে টাকা লাগে।তাই আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব যেটা দিয়ে কথা বলতে পারবেন সব দেশের যে কোন নাম্বারে একদম ফ্রী।আপনারা হয়তো অনেকে জানেন যে Bigo বা Spoof Voice এই ২টি সফটওয়্যার দিয়ে ফ্রী কল করা যেত কিন্ত এগুলোতে এখন আর ফ্রী কল হয় না।তাই আমি আপনাদের যেই অ্যাপসটি দিবো যেটা দিয়ে আপনি ফ্রী কল অনেকদিন যাবত করতে পারবেন আর শুধু কল নয় এসএমএস করতে পারবেন।এই সফটওয়্যার টি একদম নতুন।এবং আর সার্ভিস বেস ভালো।তো চলুন তাহলে আমাদের ফ্রী কল দেওয়া শুরু করে দিই।তার আগে আমরা একটা বিষয় জেনে নিই যে আপনি যার নাম্বারে ফোন দিবেন আপনার নাম্বার সে দেখতে পারবে না অন্য নাম্বার দেখাবে যেমন আপনার নাম্বার ০১৭৫৮৮৩১২০৭ দেখাবে বা ৮৮০০৯৯ এরকম।

প্রথমে এই অ্যাপস টি ডাউনলোড করে নিন।

Download:

.star. Click Here To Download

এবার নিচের ছবির মত কাজ গুলো করুন

উপরের ছবির মত আপনি আপনার মোবাইল নাম্বার টা দেন।

এবার আপনার মোবাইল একটি ম্যাসেজ আসবে এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে।তারপর আপনার

নামটা দেন।

এবার Start using TalKU লেখাটাই ক্লিক করুন

সব শেষ এবার আপনার TalKU থেকে Get Creadits এ ক্লিক করুন।

দেখুন আপনার ১৫ ক্রেডিট রয়েছে।এবার আপনি উপরের ছবির যে লাল লাল বাক্স দেখছেন

ওই বাক্স গুলতে ক্লিক করে ক্রেডিট বাড়িয়ে নিন।

আপনি ডেইলি চেক এ ক্লিক করলে ৫ ক্রেডিট করে প্রতিদিন পাবেন।

আমি প্রথমবার ৫ ক্রেডিট পায়ছি এবং আরও যদি আপনি

ভিডিও দেখেন অনেক ক্রেডিট বাড়াতে পারবেন এভাবে ৮০০+ অধিক

ক্রেডিট বাড়াতে পারবেন আর কথা বলতে পারবেন।

দেখুন আমার এখন ২০ ক্রেডিট।এবার আপনি যার কাছে ফোন করবেন

তার নাম্বার দেন এবং কল দিন আর দেখুন যাদু

কল দিতে আপনার ডাটা অন করতে হবে কিন্তু ১কেবি ও কাটবে না। এবং ১ পয়সাও কাটবে না।

আপনি এই ভাবে কথা বলুন।কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন নিচের টিউমেন্টে বা নাম্বারে।

আমরা এই সফটওয়্যারটির কল রেট জেনে নিইঃ

২ ক্রেডিট প্রতি মিনিট যে কোন নাম্বারে।

০.৯০ ক্রেডিট প্রতি এসএমএস যেকোনো নাম্বারে।

আপনি চাইলে আপনার মাস্টারকার্ড দিয়ে আপনি ক্রেডিট কিনতে পারবেন এবং কাস্টম নাম্বার বানাতে পারবেন।