নেটে ঘুরতে ঘুরতে পেয়ে
গেলাম দারুণ একটি এন্ড্রয়েড এপ। আমার ভালো
লাগল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই
এপের অনেক কিছুই দেখলাম কিন্তু সব দেখে
শেষ করতে পারিনি। আমার সামনে পরীক্ষা তো।
যাই হোক চলুন আগে আমরা এই এপ সম্পর্কে
কিছু কথা জেনে নেই। এবং দেখি এতে কি কি
আছে।
* ব্যাবহার করুন আপনার গ্যালারী, ক্যামেরা &
ফেসবুক ফটো।
* অনেক ক্যাটাগরি এবং থিম।
* এই এপের ইউজার কমিউনিটি থেকে আপনি
চাইলে নতুন ফ্রেম সংযুক্ত করতে পারবেন।
* অনেক গুলো ফ্রি ফ্রেম।
* ৩০০০০+ ফ্রি ফ্রেম।
* ফন্টস এবং ইফেক্টস
* নো এডস
নিচের লিনক App টি নামিয়ে নিন
ভাল থাকবেন সবাই।