Site icon Trickbd.com

এবার আর হাতের স্পর্শে কিবোর্ড ব্যবহার নয় . . . মুখের আওয়াজ দিয়েই লিখুন ।

আজকের টিউনটি সত্যিই অনেক মজার একটি এন্ডয়েড এপস নিয়ে।

লেখার জন্য সাধারনত আমরা অনেক ধরনের কিবোর্ড ব্যবহার করি।

আজকে আমি এমন এক এপের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার হাতের ছোয়ায় লিখবে।

এমনকি কথা বললেও তা লিখে ফেলবে।

আগে তাড়াতাড়ি এপ্সটা ডাওনলোড করেন

Name: Google Handwriting Input Apk

বিঃ দ্রঃ ডাওনলোড লিংকে প্রবেশ করে Create download link এ ক্লিক করে ফাইল টা ডাওনলোড দিবেন।
বাংলা ইংরেজি সহ ৮২টি ভাষা সাপোর্ট করে।

বোর্ডে আমরা যেমন করে লিখি ঠিক তেমন করেই লিখা যায়।

লেখার গঠন মোটামুটি কাছকাছি হলেই অটো নিয়ে নেয়। দু একটি অক্ষর লিখলেই শব্দ সাজেশন দেখায়।

Google Handwriting Input নামের এপটি ডেভেলপ করছে স্বয়ং গুগল নিজেই।