Site icon Trickbd.com

সিএনজি ভাড়া জানতে অ্যান্ড্রয়েড অ্যাপ

Unnamed

সিএনজি চালিত অটোরিকশার নতুন নির্ধারিত ভাড়া মিটার অনুযায়ী আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে নতুন নির্ধারিত ভাড়ায় চলছে সিএনজি অটোরিকশা।

নতুন নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং প্রতি এক মিনিট ওয়েটিং (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল)-এর জন্য দুই টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজি চালকরা এই নিয়ম সঠিকভাবে মানছে কি-না, তা যাচাই করার জন্য তৈরি করা হয়েছে ‘সিএনজি ফেয়ার ক্যালকুলেটর’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ।

অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই সিএনজি ভাড়া বের করা যাবে। অ্যাপটিতে পথের দূরত্ব এবং রাস্তায় অপেক্ষমাণ সময়ের হিসেব দিলেই অ্যাপটি বলে দেবে ভাড়া কত হয়েছে।

এখানেই শেষ নয়। ভাড়ায় যদি কোন গড়মিল দেখা যায়, তবে অ্যাপে উল্লেখিত নম্বরগুলোতে ফোন করে অভিযোগ করা যাবে। অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন click here