Site icon Trickbd.com

আপনি কি টেস্ট ক্রিকেটের ভক্ত তাহলে আপনার এন্ডোয়েড মোবাইলে খেলুন টেস্ট ক্রিকেট গেইম”Real Cricket-Test Match”।মেগাবাইট আপনার সাধ্যের মধ্যে।

আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি।  আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারন Graphics কোয়ালিটি সম্পন্ন একটি ক্রিকেট গেইম”Real Cricket-Test Match“নিয়ে।গেইমটির Graphics ও Sound কোয়ালিটি অসাধারন,গেইমটি খেলার সময় আপনার মনে হবে স্টেডিয়াম বসে আপনি খেলা দেখছেন।এই গেইমে আপনারা পচ্ছন্দ মত দেশ,ওভার সিলেক্ট করে খেলতে পারবেন।গেইমটি এককথায় অসাধারন না খেললে বুঝতে পারবেন না। গেইমটির Size মাএ ৫০ মেগাবাইট। ডাউনলোড করে Install দিয়েই খেলা শুরু করতে পারবেন।

Real Cricket-Test Match – now brings the much awaited and requested Test Match experience for the first time ever on your Android Devices.

Whats New:
Stability issues resolved
Rosters Updated.
File-Name: Real Cricket-Test Match

File-Size: 50 MB

Current Version: 1.0.4

Requires Android: 4.0

 

 

 

 

 

Real Cricket-Test Matchডাউনলোড লিংক [50 MB]

 

 

 

 

 

 

 

গেইমটি কেমন লাগলো আশাকরি জানাতে ভুলবেননা আমাকে ?

আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে ও মুভি দেখে।

লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

এই সব আরও ভাল ভাল App ও গেইম ডা্উনলোড করার জন্য ভিজিট করুন এখানে

এছাড়াও যেকোন App ও গেইম জন্য ফেসবুক লাইক করুন।Follow করুন Twittre/Google plus এ। আপনার App ওগেইম টি রিকোয়েস্ট করুন, পেয়ে যাবেন App ও গেইম টি আসা করি। তাই এখন ই রিকোয়েস্ট করুন। ডাউনলোড লিঙ্ক কাজ না করলে আমাকে জানাবেন আমি ঠিক করে দিব।

 

Exit mobile version