আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
Trickbd Is On Facebook
আজ যে মোবাইল সফটওয়্যারটি নিয়ে কথা বলব সেটি হল বাংলা একাডেমির ডিকশেনারি । সচরাচর আমরা মোবাইল এ যে সব সফটওয়্যার ইউস করি সেগুলোতে সব শব্দ খুজে পাওয়া যায় না। খুজে পেলেও অনেক সময় অর্থ ঠিক আছে কিনা সন্ধেহ হয়।আজ থেকে আর শব্দ খুজে পেতেও সমস্য হবে না শব্দের অর্থ নিয়েও কোন সন্দেহ থাকবে না।
কথা না বারিয়ে প্রথমে ডাউনলোড করে নেন সুন্দর আর সহজবোধ এই বাংলা একাডেমির ডিকশেনারিটি।
যে যে সুবিধা পাবেন এই সফটওয়্যারটিতেঃ
১. সবার প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হলো-মোবাইলে বাংলা support করার দরকার নাই।
২. বাংলা একাডেমি ডিকশেনারি সব শব্দ খুজে পাবেন।
৩. বাংলার সাথে সাথে ইংরেজি অর্থও পাবেন।
৪. আগে যে যে শব্দ খুজেছেন তার history থাকবে।
৫. Favorites শব্দ সেভ করে রাখতে পারবেন।
নিচের ছবি গুলো দেখলে আরও ভাল ভাবে সব বুজতে পারবেন-
Download Link
সফটওয়্যারটি খুবই সিম্পল তাই ইউস করতেও সমস্যা হবে না আশা করি।ভালো থাকবেন সবাই।