Site icon Trickbd.com

সকল Students ভাইবোন দের জন্য আজ নিয়ে আসলাম 250000+ Word এর একটি আসাধারণ একটি Dictionary…. আমি আপনাদের একবার নিয়ে দেখার জন্য অনুরোধ করলাম। Post এ App টির Screenshot Added

Unnamed

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Trickbd Is On Facebook

এই আভিধান টি আমার দেখা সব চাইতে বেশী হেল্পফুল। আপনার যা যা দরকার সব কিচুই আছে এইখানে, ২৫০০০০ ওয়ার্ড যুক্ত করা আছে অবিধান টিতে।

প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download Supar Dictionary.Apk

[Note : Download করতে Uc,Chrome & Firefox Use করবেন।]

কি কি পাবেন :

i) ইংলিশ টু বাংলা।

ii) বাংলা টু ইংলিশ।

iii) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।

iv) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিদা।

v) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা শেয়ার করা।

vi) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।

vii) প্রতিদিন একটা শব্দ সিখার খুব সুন্দর ব্যবস্থা।

সেটিং গুলা বুজার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।

শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম। (ওয়েব সাইট এর কোন শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়েযাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে) ওয়াল পেপারে শব্দ সেট করে খুব ইজি ভাবে সিখতে পারেন কঠিন কঠিন শব্দ গুলো।

সব কন্ট্রোল করার সুবিদা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিং ইন্সটল না করে যাবেন না কিন্তুু।

Always stay With Trickbd.Com