Site icon Trickbd.com

আপনার প্রিয় Android ফোনে বাংলা লিখুন , তাও আবার কোনোরকম নেট কানেকশন ছাড়াই !!!

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো,
আপনারা হয়তো তা এতক্ষণে বুঝে গেছেন।
আমার এই টিউনটি শুধুমাত্র যারা জানেনা তাদের জন্য।
মোবাইল এ বাংলা লিখার জন্য প্রথমে আপনাকে Ridmik Keyboard সফটওয়্যার টি আপনার মোবাইল এ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন
এতক্ষণে নিশ্চয়ই ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন।

এবার আসেন আসল কথায়।
প্রথমে আপনার মোবাইল এর সেটিং অপশনে যান।
এখানে input & control
vibager language & input লিখার উপর ক্লিক করুন।

এবার দেখেন যে keyboard & input methods এর নিছে Ridmik keyboard এর পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স আছে। ওই বক্স এ টিক দিন। এখানে defult নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করেন Ridmik keyboard সিলেক্ট করেন।

কাজ প্রায় শেষ।
এবার শুধু লিখার পালা।
আপনি মোবাইল এর message অপশনে যান এবং কিছু লিখেন,দেখবেন যে Ridmik keyboard টি show করেছে।Ridmik keyboard এর নিছে Space বাটন এর উপরে আংগুল রেখে
বাম দিকে অথবা ডান দিকে টান দেন, তাহলে দেখবেন যে বাংলা লিখা আসছে।
এবার আপনি বাংলা লিখতে পারবেন।

শুধু মেসেজে কেনো , আপনি যেখানেই টাইপিং করার option পাবেন , সেখানেই বাংলা লিখতে পারবেন .