আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন Trickbd.Com এর পক্ষ থেকে এই কামনা রইলো।
একটা ভালো কাজ কে না চায়। তাইতো শিক্ষা জীবন শেষে কিংবা ক্যারিয়ারের মাঝপথে ভালো একটি চাকরির খোঁজে থাকেন সবাই। ভালো কিছু পেতে হলে একটু ঝামেলাতো
পোহাতেই হয়। তাইতো সবাই সংবাদপত্রে চোখ রাখেন কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ান।
তবে প্রযুক্তির ছোঁয়া থেকে বাদ যায়নি এ খাতও। অনলাইনে রয়েছে এখন চাকরির নতুন বিজ্ঞাপনের অনেক ওয়েবসাইট। আর চাকরি খোঁজার এ কাজকে আরও সহজে করবে স্মার্টফোনের একটি অ্যাপ।
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
ছোট একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে পথে চলতে চলতেও জেনে নেওয়া যাবে চাকরির বাজারের সর্বশেষ আপডেট। তেমনি একটি অ্যাপ হলো ‘জবস’।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো অ্যাপটির সাহায্যে দেশের মধ্যে পছন্দ অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ রয়েছে।
এতে রয়েছে সহজ জব ফিল্টারিং ও দ্রুত সার্চ সুবিধা।
অ্যাপটিতে রয়েছে অফলাইন জব ভিউ এবং অনলাইন হলেই নতুন চাকরির তালিকা পাওয়া যাবে। এতে রয়েছে প্রোফাইল অনুযায়ি চাকরি সার্চের সুবিধা।
চাকরি পেতে প্রয়োজনীয় ঠিকানা, ই-মেইল, কন্টাক্ট নম্বার, ওয়েবসাইট লিংক দেয়া রয়েছে অ্যাপটিতে। ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ফ্রিলান্স ও ইন্টার্ন জব সার্চও রয়েছে এতে।
দেখার পাশাপাশি অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই আবেদন করা যাবে। এতে রয়েছে নতুন চাকরির অ্যালার্ট সুবিধাও ।