Site icon Trickbd.com

আপনি মুখ দিয়ে বলবেন আর আপনার এন্ড্রয়েড তা লিখে দেখাবে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই নিশ্চই ভাল। আমিও ভাল আছি।

প্রযুক্তির এই যুগে কত কিছুই না সম্ভব । প্রযুক্তি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। যাক এবার কাজের কথায় আসি। আমি এখন আপনাদের জন্য যে সফটওয়্যার টি নিয়ে এসেছি টা দিয়ে আপনি আপনার মুখের ভাষাকে লেখায় পরিনিত করতে পারবেন। সফটওয়্যার টির নাম হচ্ছে “Voice to text” ।

সফটওয়্যারটির ফিচার সমূহঃ

১. এটি ব্যবহার করে মেইল বা ম্যাসেজের জন্য মুখে উচ্চারণ করে টেক্সট আকারে বার্তা লেখা যাবে। মেইল, ম্যাসেজে বার্তা পাঠাবো যাবে ভয়েস কমান্ডের মাধ্যমেও।

২. অ্যাপটিতে রয়েছে ট্রান্সলেট টু টেক্সট ফিচার।

৩. ভয়েস কমান্ড দেওয়ার পর কিছু সময় অপেক্ষার পর তা টেক্সটে পরিণত হবে।

৪.এর ইউজার ইন্টারফেজ চমৎকার।

৫. অ্যাপটির স্মার্টফোনে ব্যবহারের সহজে ডিভাইস ল্যাগ করে না। কেননা এটি যথেষ্ট হালকা।

ডাউনলোড করুন এখানে

লিঙ্ক এ প্রবেশ করে “create download link” এ ক্লিক করবেন।

নোট- মোবাইল ব্যাবহারকারীরা ডাওনলোডের জন্য UC Browser ব্যবহার করুন।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।