Site icon Trickbd.com

মোবাইল চুরি থেকে বাচান [DL link updated ]

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলচোরকে হাতে নাতে ধরুন আর
ধোলাই দিন অ্যান্ড্রয়েড আপ্পস
পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই
মজা পেয়েছেন! এর চেয়েও
বেশি মজা পাবেন
যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড
মোবাইল চোরকে চুরি করার
মুহূর্তে হাতে নাতে ধরতে পারেন!
হ্যাঁ। এটা খুবই সম্ভব। বিশেষ
করে যারা হোস্টেলে থাকেন,
তাদের এটা অবশ্যই দরকার। দেখা যায়,
বাংলাদেশের বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল/হল
থেকে মোবাইল
সবচেয়ে বেশি চুরি হয়। বন্ধু
সেজে আপনার রুমে প্রবেশ
করে যদি দেখে আপনি মোবাইল
চার্জে দিয়ে ঘুমাচ্ছেন, তখন আপনার
বন্ধুত্বে বুড়ো আঙ্গুল
দেখিয়ে সে মোবাইল নিয়ে ভাগে!
আসুন দেখি, কীভাবে এই
চুরি ঠেকানো সম্ভবঃ

যা লাগবেঃ একটা ছোট্ট Android App
[Mobile Alarm System].
গুগল প্লে স্টোরে এরকম অনেক অ্যাপস
পাবেন। আমি প্রায় সবগুলো ব্যবহার
করে দেখেছি। কমবেশি একই রকম।
তবে Mobile Alarm System টা আমার
কাছে ভালো লেগেছে। কেন
লেগেছে তার কারণ বলিঃ
১। সহজ ও সুন্দর ইন্টারফেস।
২। চুরি ঠেকানোর ৬ টি অপশন।
৩। আকারে ছোট।
৪। আকর্ষণীয় অ্যালার্ম।
সাথে নিজের পছন্দের রিংটোন
অ্যালার্ম হিসেবে ব্যবহার করার
সুবিধা।
৫। সেটিংসে অনেক অপশন।
৬। অ্যালার্ম বাজার
সাথে সাথে আপনার সেট
করা নাম্বারে কল, মেসেজ ও মেইল
পাঠাবে।
৭। পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত
অ্যালার্ম বন্ধ করা যাবে না।
এবার নিশ্চয়ই বুঝে গেছেন,
এটা কীভাবে কাজ করে?
না বুঝলে বলেই দিই। এটা চালু
করে আপনার পছন্দের অপশনের
বাটনে টাচ করে ON বাটনে টাচ করুন।
এবার নিশ্চিন্তে মোবাইল
রেখে ঘুমান। কেউ আপনার মোবাইল
ধরে একটু নাড়ালেই অ্যালার্ম
বাজা শুরু হবে। ব্যাস! আপনার কাজ ঘুম
থেকে ওঠা আর চোরকে ধোলাই
দেয়া! symphone w35
তে ব্যবহার করছি।
আর হ্যাঁ। এটা একটা পেইড সফটওয়্যার।
গুগল প্লে স্টোর থেকে আপনি ১.২৫$
ব্যয় করে কিনতে পারেন। আবার
টাকা খরচ করতে না চাইলে আমার মত
নিচের লিংক
থেকে ফ্রি নামাতে পারেন!
Fdownload link plz click
here…..