আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি Floating Toolbox অ্যাপ ।যা দিয়ে আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় অ্যাপ গুলো হোমস্ক্রিনে Floating করে সাজিয়ে রাখতে পারবেন।আর একটা ক্লিক করলেই সব গুলো দেখতে পারবেন।কোন একটা কাজ করছেন হঠাট অন্য একটা অ্যাপের ভিতর ঢোকার প্রয়োজন পরলো তখন আপনার কিন্তু ব্যাক করে বা কেটে দিয়ে ওয়ি অ্যাপে ঢুকতে হবে।কিন্তু এই টুলবক্স থাকলে আপনি জাস্ট Floating আইকনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় অ্যাপে ঢুকতে পারবেন কোন ঝামেলা ছাড়ায়।
আর সবচেয়ে বড় কথা হলো অ্যাপটি পেইড ভার্সন আর সাইজে মাত্র ৭৮৫ কেবি।তাই আপনার ফোন স্লো করবে না ।
অ্যাপটির রিভিউ এবং স্ক্রিনসর্ট দিলেই পোষ্ট পেন্ডিং এ থাকতে হচ্ছে তাই দিতে পারলাম না।
আর হ্যা ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যবহার করবেন।Create Download link ক্লিক করুন।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।ডাউনলোড হবেই।না হলে কমেন্টে জানান।
অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দিলাম।