Site icon Trickbd.com

আপনার ফোনে কি বাংলা এলোমেলো?একরকম ফন্ট দেখতে দেখতে বিরক্ত?তাহলে আপনার জন্যই এই পোষ্ট।বাংলা এবং ইংরেজী ফণ্ট চেইঞ্জ করে নিন এখনি।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।



আমরা অনেকেই এন্ড্রয়েট ফোন ইউজ করে থাকি।অনেকের ফোনে হয়তো বাংলা ফন্ট ঠিক ভাবে  দেখা যায় না।এলোমেলো আসে।বিশেষ করে স্যামসাং অনেক ফোনেই এমন হয়।আবার এক প্রকার ব ফন্ট দেখতে দেখতে অনেকেই বোরিং ফিল করি।তবে আমি যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে আপনি চাইলেই অনেক প্রকার স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন কোন ঝামেলা ছাড়ায়।

বাংলা এবং ইংরেজির জন্য দুইটি আলাদা অ্যাপ নিয়ে আসছি।তবে হ্যা এগুলো কিন্তু ফ্রি নয় পেইড ভার্সন।ফ্রি ভার্সনে আপনি এক দিনে দুইটার বেশি চেইঞ্জ করতে পারবেন না।কিন্তু এই ভার্সনে যতো খুশি ততবার চেইঞ্জ করা যায়।

তো আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।


 

অ্যাপটির রিভিউ এবং স্ক্রিনসর্ট দিলেই পোষ্ট পেন্ডিং এ থাকতে হচ্ছে তাই দিতে পারলাম না।


আর হ্যা ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যবহার করবেন।Create Download link ক্লিক করুন।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।ডাউনলোড হবেই।না হলে কমেন্টে জানান।


অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দিলাম।

Exit mobile version