আজকাল স্মার্টফোন কতভাবেই না আমাদের জীবন সহজ করে দিচ্ছে। এই স্মার্টফোন
ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। স্মার্টফোন আমাদের হয়ে অনেক কাজই
আজকাল করে দেয়।তেমনই একটি কাজ হল কোন কিছু মনে করিয়ে দেয়া।আমরা এখন আমাদের
দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি যে প্রতিনিয়ত আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ
করতে ভুলে যাই।এই অবস্থায় একটি রিমাইনডারআমাদের সেসব গুরুত্বপূর্ণ কাজ মনে
করিয়ে দিতে অনেক কাজে আসে।
Easy Reminder তেমন ই একটি অ্যাপ যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজের জন্য
রিমাইনডার সেট করে নিতে পারবেন খুব সহজে। Easy Reminder আর দশটি রিমাইনডার
ইউজার ফ্রেন্ডলি।
Easy Reminder এ অনেক ধরনের রিমাইনডার সেট করা জায়,আপনি এক রিমাইনডার
প্রতিদিন এর জন্য কিংবা কিছু সময় পর পর কোন কাজের জন্য,অথবা একি রিমাইনডার
রিপিট করার জন্য এটি ব্যবহার করতে পারবেন।
রিমাইনডার কিভাবে আপনাকে রিমাইনড করবে সেটাও আপনি সেট করে দিতে
পারবেন,এটা সাউন্ড দিবে কি দিবে না তাও বলে দিতে পারবেন।কি সাউন্ড উসে
করবেন সেটাও সেট করা যাবে।এক কথায় ইচ্ছা মত আপনি কাস্টমাইজ করে নিতে
পারবেন।এসব কিছু আপনি পাবেন সেটিংস্ মেন্যুতে।
ওষুধ খাওয়া থেকে শুরু করে অফিস শেষে কিছু কিনতে যাওয়া সব ই মনে করিয়ে
দেবে এই অ্যাপ।তাই এখনি নামিয়ে ফেলুন অ্যাপটি এবং মনে রাখার ঝামেলা থেকে
মুক্তি পান।
fore more… Raqibnur.mywapblog.com