আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।এই অ্যাপ দিয়ে আপনি আপনার ফোনের সবকিছুর ভলিউম কন্ট্রোল করতে পারবেন।ডিফল্ট ভাবে অনেক সময় এই অপশন গুলো দেয়া থাকে না।আবার থাকলেও অনেক ঘাটাঘাটি করে বা আলাদা আলাদা অপশন থেকে কন্ট্রোল করতে হয়।তবে আমি যে অ্যাপটি দিবো তা দিয়ে আপনি খুব সহজেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন।
তবে অ্যাপটির ফ্রি ভার্সন পাওয়া যায় কিন্তু আমি যখন দিচ্ছি তাইলে ফ্রি ভার্সন নিবেন ক্যারে।একদম প্রিমিয়ামটায় নিয়ে যান।
চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখ্যিপ্ত রিভিউ।
- অ্যাপ নেম-
Volume Ace.apk
- প্লেস্টোর রেটিং-4.4
- প্লেস্টোর দাম- 1.88$।
- সাইজ-৯০৮ কেবি।
- নিজের ইচ্ছামতো প্রফাইল বানাতে পারবেন।
- সিডিউল ঠিক করে রাখতে পারবেন।
- ইচ্ছামতো টাইম সেট করে রাখলে অটোমেটিক কন্ট্রোল হবে।
- Custom colors/style to widgets and main screen (Orange, Azure, Green, Red, White, Vintage, Blue Yellow, Pink and Purple)
- Bluetooth volume।
- 10 Widgets with levels and profiles।
- Tone picker for Ringtone, Notification and Alarm।
এছাড়াও আরো অনেক কিছু পাবেন ছোট্ট এই অ্যাপে ।সব কিছু লেখা সম্ভব হলো না।যেহেতু এইটা পেইড অ্যাপ সেহেতু এডের জন্ত্রনা বা পারফোমেন্স নিয়ে আপনাকে ভাবতে হবে না।
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং বার্ক লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।
ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যবহার করবেন।Create Download link ক্লিক করুন।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।
দুইটি ডাউনলোড লিংক দিলাম কমেন্টে।যার যেইটায় সুবিধা ডাউনলোড করে নিন।